নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হাইভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি সাকিব আল হাসানের রংপুর রাইডার্স ও তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের ফরচুন বরিশাল। মিরপুরের হোম অব ক্রিকেটে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এর আগে হয়ে গেছে ম্যাচের টস।
ফাইনালে যাওয়ার লড়াইয়ের ম্যাচটিতে টস জিতেছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর রাইডার্স।
ফরচুন বরিশাল একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, কাইল মায়ার্স, মুশফিকুর রহিম, ডেভিড মিলার, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, জেমস ফুলার, মোহাম্মদ সাইফুদ্দিন, তাইজুল ইসলাম ও ওবেদ ম্যাকয়।
রংপুর রাইডার্স একাদশ
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাকিব আল হাসান, রনি তালুকদার, মোহাম্মদ নবি, নিকোলাস পুরান, জিমি নিশাম, শেখ মেহেদী, শামীম পাটোয়ারি, হাসান মাহমুদ, আবু হায়দার রনি ও ফজলহক ফারুকী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post