স্পোর্টস ডেস্কঃ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে রাতে মাঠে নামছে গল টাইটান্স। ফাইনালে যাওয়ার জন্য দ্বিতীয় সুযোগ পাচ্ছে দলটি। যেখানে তাদের প্রতিপক্ষ বি-লাভার ক্যান্ডি। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
লিগ পর্বে পয়েন্ট টেবিলের দুই নম্বরে থেকে প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ পায় গল। তবে ডাম্বূলা আউরার বিপক্ষে সেই ম্যাচ ৬ উইকেটের হার দেখে দলটি। লিটন দাস, ভানুকা রাজপাকসে, দাসুন শানাকাদের ব্যাটিং ব্যর্থতাই যেখানে মুল কারণ।
ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৪৬ রানে অলআউট হয় গল। সেই লক্ষ্য একেবারে শেষ ওভারে গিয়ে মাত্র ২ বল বাকি থাকতে টপকেছে ডাম্বুলা। গলের পক্ষে সর্বোচ্চ রান আসে লাসিথ ক্রুসপুল্লের ব্যাট থেকে। টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ৮০ রানের ইনিংস খেলেন তিনি। ৬১ বলের ইনিংসটি সাজানো ৭ বাউন্ডারির মারে। দলের ইনিংস গড়ার কারিগর তিনিই।
দ্রুত দুই উইকেট চলে যাওয়ার পর চারে নামা সাকিব আল হাসান ভালো শুরু করেন। টপ অর্ডারে নামা ক্রুসপুল্লেকে সাথে নিয়ে টাইটান্সদের ইনিংস মেরামতের কাজে নামেন। দুজনে মিলে ৫১ রানের একটি জুটি গড়ে দলকে স্বস্তি এনে দেন। তবে ইনিংস বড় করতে পারেননি সাকিব। টাইগার সুপারস্টার ১৭ বলে ৩ বাউন্ডারিতে ১৯ রান করে দুর্ভাগ্যজনকভাবে একেবারে বাউন্ডারি লাইনে ক্যাচ আউট হতেই ভাঙে জুটি। অবশ্য এটিই দলের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান।
এর বাইরে দুই ওপেনার ভানুকা রাজাপাকসে (০), লিটন দাস (৮) ব্যর্থ হন। মিডল অর্ডারে ব্যর্থ হন অধিনায়ক দাসুন শানাকা (১২) ও নজিবউল্লাহ জাদরান (২)। এমন ব্যাটিংয়ের কারণেই বড় সংগ্রহ গড়তে পারেনি গল। ম্যাচ হার দেখে দলটি। এবার ভুল শোধরানোর আরেকটি সুযোগ পাচ্ছে টাইটান্সরা। উড়ন্ত ফর্মে থাকা ওয়ানিন্দু হাসারাঙ্গার ক্যান্ডির বিপক্ষে সাকিব-লিটনদের সামনে ফাইনালে যাওয়ার দ্বিতীয় এবং শেষ সুযোগ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post