স্পোর্টস ডেস্ক:: শারজাহতে কিছুক্ষণ পরই সিরিজ নির্ধারণী ম্যাচ। যে দল জিতবে তারাই সিরিজ জয়ী। বলতে গেলে আফগানিস্তানের সাথে শিরোপার লড়াইয়ে ফাইনাল ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। বিকেল চারটায় শুরু হতে যাওয়া ম্যাচটিতে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে পাবে না বাংলাদেশে।
সিরিজের দ্বিতীয় এক দিনের ম্যাচে ম্যাচ সেরা হওয়া নাজমুল হোসেন শান্ত ইনজুরিতে পড়েছেন। তার বদলে আজ সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজহ। ১-১ সমতায় থাকা সিরিজের ফলাফল মিলবে আজকের ম্যাচ শেষেই।
সিরিজের প্রথম ম্যাচে হেরে যাওয়া বাংলাদেশ দ্বিতীয়ন ম্যাচেই ঘুরে দাঁড়ায়। দারুণ এক ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত।দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ৬৮ রানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল অধিনায়ক নাজমুলের। ব্যাট হাতে করেছেন ১১৯ বলে ৭৬ রান, হয়েছেন ম্যান অব দ্য ম্যাচও। বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর ম্যাচটিতে কুঁচকিতে চোট পান শান্ত। ফলে ফিল্ডিংও করতে পারেননি তিনি।
গতকাল করানো এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পর দুবাইয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নিশ্চিত হয়েছে, নাজমুলের কুঁচকির চোটটা বেশ গুরুতর। সিরিজের শেষ ম্যাচে তাই তাঁকে খেলানো হচ্ছে না। ফলে তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন সহ–অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
কুঁচকির এই চোটে শঙ্কায় ফেলেছে নাজমুলের ওয়েস্ট ইন্ডিজ সফরও। কারণ তাকে কয়েক সপ্তাহ থাকতে হবে বিশ্রামে। এমনটা হলে ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তান সিরিজে দলে থাকার সম্ভাবনা কম বাংলাদেশ অধিনায়কের। অন্তত প্রথম টেস্টটা যে তিনি খেলতে পারছেন না।
শারজায় আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডের পর চোটে পড়েন মুশফিক। দল থেকেও বাদ পড়েন চোটের কারণে। শুধু আফগানিস্তান সিরিজই নয়, ক্যারিবিয়ান সিরিজেও মুশফিকের না না থাকার সম্ভাবনা বেশ। আঙুলের চোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে তিনি যে থাকছেন না, সেটা এক প্রকার নিশ্চিতই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০