স্পোর্টস ডেস্ক:: প্রোটিয়া ব্যাটার ফাফ ডু প্লেসিস ও অজি ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলের ঝড় উড়িয়ে দিলেন দুই ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব ও নেহাল ওয়াধেরা। তাতেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ১৯৯ রান টপকে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
আগে ব্যাট করে ব্যাঙ্গালুর ফাফ ডু প্লেসিস ও গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটে চড়ে ৬ উইকেটে ১৯৯ রান তুলেছিলো। জবাবে খেলতে নামা মুম্বাই ইন্ডিয়ান্স ২১ বল হাতে রেখে চার উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে সূর্যকাম ও নেহালের ব্যাটে।
আগে ব্যাট করতে নামা ব্যাঙ্গালুর শুরুটা ভাল হয়নি। দলীয় ২ রানের মাথায় সাজঘরে ফিরেন বিরাট কোহলি। তবে আরেক ওপেনার অধিনায়ক ফাফ ডু প্লেসিস শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক। তার চেয়েও বেশি বিধ্বংসী ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ইনিংস সর্বোচ্চ ৬৮ রান এসেছে অস্ট্রেলিয়ান এই ব্যাটারের ব্যাট থেকে। ৩৩ বলের ইনিংসে আটটি চার ও চারটি ছক্কা হাঁকিয়েছেন।
অধিনায়ক ফাফ ডু প্লেসিসের ব্যাট থেকে এসেছে ৬৫ রানের দারুণ এক ইনিংস। ৪১ বলের ্ইনিংসে পাঁচ চার ও তিন ছক্কা হাঁকিয়েছেন তিনি। ৩০ রান করেছেন দিনেশ কার্তিক। তাতেই ৬ উইকেটে ১৯৯ রান তুলে ফেলে দলটি।
মুম্বাইয়ের হয়ে জেসন ব্রেন্ডডোফ ৩টি উইকেট লাভ করেন।
২০০ রানের টার্গেটে খেলতে নামা মুম্বাই সূর্যকুমার ও নেহারের ব্যাটে পাল্টা জবাব দেয়। দু’জনের জোড়া হাফ সেঞ্চুরিতে মাত্র চার উইকেট হারিয়ে ১৬.৩ ওভারে দলটির জয় নিশ্চিত হয়ে যায়। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন সূর্যকুমার যাদব। ৩৫ বলের বিধ্বংসী ইনিংসে করেছেন ৮৩ রান। সাত চারের সঙ্গে ছিলো ছয় ছক্কার মার।
দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে সূর্যকুমার ফিরলেও নেহাল ওয়াধেরা জয় নিয়েই মাঠ ছাড়েন। ৫২ রানে অপরাজিত থাকার ইনিংসে তিনি তিন ছক্কার সঙ্গে চার হাঁকিয়েছেন চারটি। ৩৪ বলে সাজান নিজের ইনিংসটি। এছাড়াও ৪২ রান করেছেন ইষাণ কৃষাণ।
ব্যাঙ্গালুরুর হয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা ২টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post