স্পোর্টস ডেস্ক:: ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আগের ম্যাচে ‘ড্র’ করে দলটি ফিরেছে জয়ে। সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই জিতলো এরিক টেন হাগের দল। অ্যাস্টন ভিলাকে ১-০ গোলে হারিয়েছে তারা।
রাতের ম্যাচে দুই দল লড়াই করেছে প্রায় সমানে সমান। প্রথমার্ধে করা একটি গোলেই শেষ পর্যন্ত জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে দলটি। ৩২ ম্যাচের ১৯টিতেই জিতেছে এরিকের দল।
ম্যাচের শুরু থেকেই দুই দল গোলের জন্য মরিয়া হয়ে উঠে। তবে প্রথমার্ধের প্রায় পুরোটা সময় দুই দলই নিজেদের রক্ষণকে আগলে রাখতে সক্ষম হয়। বিরতির আগে ম্যাচের ৩৯তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজে অ্যাস্টন ভিলার জালে বল পাঠান। তাতেই ম্যানইউ এগিয়ে যায় ১-০ গোলে। এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।
ম্যাচের ৪২ শতাংশ সময় বল ছিলো হেরে যাওয়া দলটির দখলে। পাসিংয়েও কিছুটা পিছিয়ে ছিলো তারা। ম্যানইউর ৫১২ পাসের বিপরীতে অ্যাস্টন ভিলার পাস ছিলো ৩৬৯টি।
দ্বিতীয়ার্ধে অ্যাস্টন ভিলা গোল শোধের চেষ্টা করে। বেশ কয়েকটি আক্রমণও করে তারা। তবে সাফল্যের দেখা পায়নি। ম্যাচে তাই ফেরা হয়নি। ম্যানইউও দ্বিতীয়ার্ধে আর গোল করতে পারেনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post