স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভিসা সংক্রান্ত কারণে চেন্নাই ছেড়ে বাংলাদেশে আসেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তাকে ছাড়া শুক্রবার রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামে চেন্নাই। আর ম্যাচটি হেরে বসে টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়নরা। এর আগের ম্যাচটিতেও তারা হারের স্বাদ পেয়েছিল। যদিও সে ম্যাচে খেলেছিলেন মুস্তাফিজ।
গত রাতে রাজিব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে চেন্নাইকে ব্যাটিংয়ে পাঠায় হায়দরাবাদ। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে ঋতুরাজ গায়কোয়াড়ের দল। জবাবে নেমে ১১ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। হারের পর চেন্নাই অধিনায়ক গায়কোয়াড়ের মনে হয়েছে যে, আরও ৫-১০ রান যদি বেশি তুলতে পারতেন, তাহলে হয়তো ম্যাচ জিততে পারত তাঁর দল!।
রুতুরাজ বলেন, ‘১৭০ থেকে ১৭৫ মতো রান হলে, সেটা আমাদের জন্য ভালো হতো। পিচ অনেক স্লো ছিল। শেষের দিকে ওরা ভালো বল করে। ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল, তবে আমরা শেষ ৫ ওভারে সুযোগ কাজে লাগাতে পারিনি। আমরা ম্যাচের শুরুর দিকে ভালো খেলেছি। পরে শেষের দিকে ওরা দারুণভাবে ম্যাচে ফেরে। কালো মাটির পিচ। তাই জানতাম স্লো হবে। বল যত পুরনো হয়েছে, পিচ আরও মন্থর হয়েছে। ওরা পরিস্থিতি যথাযথ ব্যবহার করেছে। বিশেষ করে একদিকের বড় বাউন্ডারি কাজে লাগিয়েছে। আমরা পাওয়ার প্লে-তে ভালো বল করতে পারিনি। একটা ক্যাচ পড়েছে। একটা ওভারে অনেক রান খরচ হয়েছে। তবে তারপরেও ম্যাচ ১৮ ওভার পর্যন্ত টেনে নিয়ে যাওয়া মন্দ নয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post