নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাকফুটে চলে যাত বাংলাদেশ। তবে সতীর্থদের যাওয়া-আসার মধ্যে টিকে ছিলেন লিটন দাস। মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে জুটি গড়ে বাড়াচ্ছিলেন দলের রান। অপেক্ষায় ছিলেন ব্যক্তিগত পঞ্চাশের। তবে সেটি আর হলো না। লিটন ব্যক্তিগত ৪৫ রানে ফিরেছেন।
পাকিস্তানের স্পিনার ইফতিখার আহমেদের বলে চিপ করতে গিয়ে মিড অনে ক্যাচ তুলেছেন লিটন। ৬৩ বলে ৪৫ রান করার পর তিনি ছুড়ে এলেন নিজের উইকেট। দারুণ একটা অবস্থান থেকে আবার চাপে বাংলাদেশ। উইকেটে এখন অভিজ্ঞ মাহমুদউল্লাহ ও অধিনায়ক সাকিব। বাংলাদেশের রান ১০২। ৪ উইকেট হারিয়েছে তারা।
এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই ফিরেন ওপেনার তানজিদ হাসান তামিম। পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদির বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। রানের খাতাই খোলতে পারেন নি এই ওপেনার। তিনে নামা নাজমুল হোসেন শান্তও টিকতে পারলেন না। আফ্রিদির বলে উসামা মীরের অসাধারণ ক্যাচে ফিরেছেন তিনি।
এরপর চারে নামা মুশফিকুর রহিমকে ফেরান হারিস রউফ। ডানহাতি এই পেসারের গুড লেংথের ডেলিভারিটি ব্লক করতে গিয়েও ঠিকমতো করতে পারেননি মুশফিক। বলটি তার ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে চলে যায়। ৯ বলে ৫ রান করে ফিরেন মুশফিক। এরপর মাহমুদউল্লাহ-লিটন গড়েন ৮৯ বলে ৭৯ রানের জুটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post