স্পোর্টস ডেস্ক:: বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর ঘোষনার সময় এখনো বেশ বাকী। আগামি অক্টোবরে এই পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। তবে প্রতি বছরই ব্যালন ডি’র পুরস্কার নিয়ে নানা আলোচনা হয়। সংক্ষিপ্ত তালিকাও হয়।
এবার একটি বিদেশী গণমাধ্যম ফিফা ব্যালন ডি’র সম্ভাব্য বিজয়ীদের একটি সংক্ষিপ্ত তালিকা করেছে। বছর জুড়েই দুর্দান্ত পারফরম্যান্স করা আর্লিং হল্যান্ড, আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো লিওনেল মেসি থেকে শুরু করে কিলিয়ান এমবাপেও আছেন এই তালিকায়।
প্রভাবশালী গণমাধ্যম ডেইলি পোস্টের সংক্ষিপ্ত এই তালিকাতে আছেন চার জন। সবার উপরে কাতার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টাইন মহানায়ক এবার জিতলে ‘রেকর্ড’ অষ্টমবারের মতো জিতবেন ফিফা ব্যালন ডি’অর। তারই জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিশ্বকাপ জিতে ফুটবল ক্যারিয়ারের সব অপূর্ণতা ঘুঁচিয়েছেন তিনি।
ম্যানচেস্টার সিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতানো আর্লিং হল্যান্ড আছেন তালিকার দ্বিতীয় স্থানে। এই তারকার মাঠে নামা মানেই গোল করা, রেকর্ডের পর রেকর্ড করা। এক মৌসুমেই ৫০’র বেশি গোল করেছেন তিনি। ব্যক্তিগত ও দলত পারফরম্যান্সে ব্যালন ডি’অর জেতার সম্ভাবনাও আছে তার।
আর্জেন্টিনার কাছে বিশ্বকাপ হারানো ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে ডেইলি পোস্টের করা তালিকায় আছেন তিন নম্বরে। বিশ্বকাপে অনেকটা একক নৈপূণ্য দেখিয়েছেন তিনি। অল্পের জন্য জেতা হয়নি দ্বিতীয় বিশ্বকাপ। পিএসজিকে ফরাসি কাপ জেতাতেও রেখেছেন বড় ভূমিকা। তিনিও জিততে পারেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার।
গণমাধ্যমটি চার জনের সংক্ষিপ্ত তালিকায় চারে রেখেছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী আরেক সদস্য হুলিয়ান আলভারেজকে। ম্যানচেস্টার সিটির সাফল্যের কারিগরও তিনি। বিবেচনায় আছেন রিয়ালের করিম বেনজেমা, ভিনিসিউস জুনিয়র, নাপোপলীর বিক্টর অসিমহেন, বার্সার লেভানডফস্কি, ম্যানইউর মার্কাস রাশফোর্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post