স্পোর্টস ডেস্কঃ কুয়েতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সৌদি আরবে ১৫ দিন ট্রেনিং ক্যাম্প করেছিল বাংলাদেশ দল। সৌদি থেকে কুয়েতে যাওয়ার পর মরুভূমিতে বিরল বৃষ্টি দেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। উষ্ণ-আদ্র আবহাওয়া ছাপিয়ে ফিলিস্তিন বাংলাদেশের চেয়ে কাগজে-কলমে অনেক শক্তিশালী। এত শক্তিশালী হলেও বাংলাদেশ অধিনায়কের কন্ঠে আশাবাদ।
ফিলিস্তিনকে দারুণ শক্তিশালী দল মনে করছেন জামাল ভুঁইয়া। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ফিলিস্তিন নিঃসন্দেহে আমাদের গ্রুপের অন্যতম সেরা দল। তাদের খেলোয়াড়েরা শারীরিকভাবে শক্তিশালী। বেশির ভাগ খেলোয়াড়ই ছয় ফুটের বেশি উচ্চতার। এ ম্যাচে আমাদের পরিকল্পনাটা বাস্তবায়ন করতে হবে। আমরা এ ম্যাচে ইতিবাচক মনোভাব নিয়েই খেলতে নামব।’
জামাল আরও বলেন, ‘কালকের ম্যাচের জন্য আমরা প্রস্তুত। প্রায় তিন সপ্তাহ আমরা এক সঙ্গে অনুশীলন করছি।’ এই ম্যাচে সেট পিস নিয়ে বিশেষ সতর্ক অবস্থানে বাংলাদেশ দল, ‘কোচ আমাদের যে পরিকল্পনায় খেলতে বলবেন, সেভাবে খেলতে হবে। এ ম্যাচে আমাদের সেট পিস এড়াতে হবে। বক্সের মধ্যে তারা ক্রস ফেলবে। শারীরিক দিক দিয়ে ওরা শক্তিশালী।’
ফিফা র্যাঙ্কিংয়েবাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যের ব্যবধান ৮৬ ধাপ। তবে চলমান বাছাইয়ে একটা জায়গায় দুই দল পাশাপাশি; সন্ধান করছে প্রথম জয়ের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ গোলে হেরে বাছাইয়ের দ্বিতীয় রাউন্ড শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে লেবাননের বিপক্ষে করেছিল ১-১ ড্র। লেবাবনের বিপক্ষে গোল শূন্য ড্রয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১-০ গোলে হেরেছিল ফিলিস্তিন। প্রথম জয়ের তাড়না নিয়েই এ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post