স্পোর্টস ডেস্ক:: কোচ পিটার বাটলারের বিরুদ্ধে যাওয়া নারী ফুটবলারদের সঙ্গে বৈঠক করেছে বাফুফের গঠিত বিশেষ কমিটি। বৈঠকে মেয়েদের বক্তব্য শুনার পর কোচ পিটার বাটলারের সঙ্গেও বৈঠক করা হয়েছে। সেখানে নির্দিষ্ট করে অভিযোগের বিষয়ে কোচের কাছে ব্যাখা চাওয়া হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিশেষ কমিটির কাছে কোচ বাটলারও তার অবস্থান তুলে ধরেছেন। মেয়েরা একাধিক অভিযোগ করলেও কোচ কোনো মেয়ের বিরুদ্ধে নির্দিষ্ট করে অভিযোগ করেননি। জানা গেছে, বিশেষ কমিটিকে তিনি জানিয়েছেন, পেশাদারিত্বের সাথেই তিনি দল পরিচালনা করেছেন।
বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসানের নেতৃত্বাধীন কমিটি বিশেষ কমিটি মঙ্গলবার কোচ পিটার বাটলারের সঙ্গে আধঘন্টা বৈঠক করেছে। সাত সদস্যের কমিটির সদস্যরা আজ বুধবার বা আগামিকাল বৃহস্পতিবার আবারো বৈঠকে বসবেন। এরপর তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
ফেডারেশন সূত্রে জানিয়েছে, বুধবার দেশে ফিরবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। বৃহস্পতিবার বিকেলের মধ্যেই কমিটি তাদের প্রতিবেদন সভাপতির কাছে জমা দেবে। এরপরই বাফুফে বস চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০