স্পোর্টস ডেস্ক:: সেরারা সব খানেই সেরা। মাঠের সেরা রিয়াল মাদ্রিদ মাঠের বাইরে সেরা। আর্থিক খাতেও রাজত্বে মাদ্রিদরা। বিশ্ব ফুটবলের ইতিহাসে প্রথম বিলিয়নার ক্লাব হওয়ার গৌরব অর্জন করলো রিয়াল মাদ্রিদ।
ক্লাব ফুটবলের বিশ্ব মাতানো মাদ্রিদ ফুটবল বিপণনেও যে সবার চেয়ে এগিয়ে সেটিই প্রমাণ করলো। ইতিহাসের একমাত্র ক্লাব হিসেবে এক বছরে এক বিলিয়ন আয় করে দেখালো মাদ্রিদরা। স্প্যানিশ ক্লাবটি মাঠে যেমন রাজত্ব দেখাচ্ছে, মাঠের বাইরেও চলছে তাদের রাজত্ব।
আর্থিক কনসালটিং ফার্ম ডেলয়েট মানি লিগের জরিপ প্রকাশ করেছে। সেখানে তারা জানিয়েছে রিয়াল এখন বিলিয়নার ক্লাব। মাদ্রিদরা তাদের স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাব্যু সংস্কার করেছিলো। এরপরই বহুগুণ বেড়ে গেছে তাদের আয়।
ময়দানি লড়াইয়েও সফল রিয়াল। ২০২৩-২৪ মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিতেছে রিয়াল। এ মৌসুমে ১০৪ কোটি ৫৫ লাখ ইউরো (প্রায় ১৩ হাজার ৩১৪ কোটি টাকা) আয় করে ডেলয়েট মানি লিগের শীর্ষে মাদ্রিদের ক্লাবটি।
রাজস্ব আয়ে রিয়ালের ধারে-কাছেও নেই কেউ। দ্বিতীয় স্থানে থাকা ক্লাবের সঙ্গে রিয়ালের ব্যবধান ২০ কোটি ৮ লাখ ইউরো। বার্নাব্যু সংস্কার করে নিজেদের আয় বাড়িয়ে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ২০২৩-২৪ মৌসুমে রিয়ালের ম্যাচ ডে থেকে আয় দ্বিগুণ হয়েছে (২৪ কোটি ৮০ লাখ ইউরো)। স্থানীয়দের আপত্তির কারণে নিজেদের মাঠে আপাতত কনসার্ট আয়োজন থেকে বিরত থাকছে ক্লাবটি।
বিলিয়নার হতে সবচেয়ে বেশি অবদান রখে ম্যাচ ডে থেকে পাওয়া আয়। রিয়াল মাদ্রিদ ম্যাচ ডে থেকে ২৪ কোটি ৮০ লাখ আয়, সম্প্রচার স্বত্ব থেকে ৩১ কোটি ৬০ লাখ এবং বাণিজ্যিক খাত থেকে ৪৮ কোটি ২০ লাখ আয়। ম্যাচ ডেতে সবচেয়ে বেশি আয় করছে ক্লাবটি। অন্য ক্লাবগুলোর চেয়ে বেশি এগিয়ে থাকা। ম্যাচ ডেতে আয়ের তালিকায় দ্বিতীয় সেরা পিএসজির আয়ে ১৭ কোটি ইউরো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০