স্পোর্টস ডেস্কঃ অবসর ভেঙে খেলতে নেমেই গোল পেয়েছেন সার্জিও অ্যাগুয়েরো। ৩৪ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা ২০২১ সালের ডিসেম্বরে বুট জোড়া তোলে রাখার সিদ্ধান্ত নেন। মূলত হৃদরোগে আক্রান্ত হওয়ার পর অবসরে চলে যান সাবেক এই ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড।
সোমবার রাতে জেরার্দ পিকের ‘কিংস লিগ’ নামে একটি নতুন ফ্র্যাঞ্চাইজি ফুটবল টুর্নামেন্টের ম্যাচে গোল করেছেন অ্যাগুয়েরো। এই ফ্র্যাঞ্চাইজি লিগে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়া ফুটবলার ও ইন্টারনেট ব্যক্তিত্বদের নিয়ে গড়া একেকটি দলে ৭ জন খেলতে পারেন।
কিংস লিগে কুনিস্পোর্টসের হয়ে গোল করেছেন অ্যাগুয়েরো। ম্যাচের ৩৬ মিনিট পরসিনোস এফসির বিপক্ষে বক্সের বাইরে সতীর্থের পাসে বুক বরাবর বল পান তিনি। সেটাকেই মাটিতে নামিয়ে বাঁ পায়ের জোরালো শটে সমতা আনেন।
পেশাদার ফুটবলে বার্সায় আসার আগে অ্যাগুয়েরো ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যান সিটিতে কিংবদন্তির পর্যায়ে তুলে নিয়েছেন নিজেকে। ১০ বছরে ৩৯০ ম্যাচে ২৬০ গোল করে ইতিহাস ছাড়েন। তার আগে অ্যাথলেটিকো মাদ্রিদ জার্সিতে ২৩৪ ম্যাচে করেছেন ১০২ গোল।
Discussion about this post