স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে ৭ গোলের থ্রিলারে শেষ হাসিটা হাসল লিভারপুল। নিজ মাঠে অলরেডরা ৪-৩ ব্যবধানে হারিয়েছে ফুলহামকে। শেষ দিকে এক মিনিটের ব্যবধানে জোড়া গোল করে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইয়ের্গুন ক্লপের দল। এ জয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এসেছে তারা।
২০তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের নেওয়া ফ্রি-কিক ক্রসবারে লেগে ফেরার পর ফুলহ্যাম গোলরক্ষক বার্নড লেনোর গায়ে লেগে জালে জড়ায়। চার মিনিট বাদে হ্যারি উইলসন সমতা টানেন।৩৮তম মিনিটে দূরপাল্লার শটে ফের লিভারপুলকে লিড এনে দেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার মাক আলিস্তার। তবে দলটির এই আনন্দও টেকেনি বেশিক্ষণ। প্রথমার্ধের যোগ করা সময়ে স্কোরলাইন ২-২ করেন কেনি টেটে।
৮০তম মিনিটে জ্যামাইকান ফরোয়ার্ড ববি ডি করডোভা-রেইড ফুলহ্যামকে প্রথমবারের মতো এগিয়ে দেন। জয়ের ঘ্রাণ পায় দলটি। তবে ম্যাচের নাটকীয়তার যে তখনও অনেক বাকি। এরপর দুই মিনিটের ওই ঝড়ে ফুলহ্যামের জয়ের স্বপ্ন ধুলিসাৎ করে দেয় লিভারপুল। ৮৭ মিনিটে এন্দো সমতা টানেন; প্রিমিয়ার লিগে এই জাপানি মিডফিল্ডার প্রথম গোল পেলেন। পরের মিনিটেই ডান পায়ের শটে ফুলহ্যামের জালে বল পাঠিয়ে লিভারপুলকে উল্লাসে ভাসান অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড।
এই জয়ে নিজেদের মাঠে লিগে ১৩ মাস ধরে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল লিভারপুল। ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে ক্লপের দল। সমান ম্যাচে শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৩৩। ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছে ফুলহাম। এদিকে দিনের আরেক ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে ৫ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে জিতেছে চেলসি। দ্বিতীয়ার্ধের পুরোটা সময় একজন কম নিয়ে খেলেও চেলসি ৩-২ গোলে হারিয়েছে ব্রাইটন হোভ অ্যান্ড অ্যালবিয়নকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post