স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পথে আরেকটু এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। শনিবার ফুলহামের বিপক্ষে বড় জয় পেয়েছে পেপ গার্দিওলার দল। এ জয়ে লিভারপুলের যা একটু আশা ছিল, তাও শেষ হয়ে গেল। অর্থাৎ শিরোপার দৌড় থেকে বেশ পিছিয়ে পড়েছে ইয়ের্গুন ক্লপের দল।
ফুলহামের মাঠে শনিবার লিগ ম্যাচটি ৪-০ গোলে জিতেছে সিটি। দলটির একক আধিপত্যের ম্যাচে জোড়া গোল করেছেন ডিফেন্ডার ইয়োশকো ভার্দিওল, দ্বিতীয় গোলটি করেন মিডফিল্ডার ফিল ফোডেন। শেষ গোলটি করেন হুলিয়ান আলভারেজ। বড় জয়ে সিটি এখন পয়েন্ট তালিকার শীর্ষে। ৩৬ ম্যাচে তাদের পয়েন্ট ৮৫। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৮৩।
ম্যাচ শুরুর ১৩তম মিনিটেই সিটিকে এগিয়ে দেন ক্রোয়েশিয়ান ডিফেন্ডার ভার্দিওল। ডি ব্রুইনার সঙ্গে বল দেয়া নেয়া করে ফুলহামের বক্সে ঢুকে পড়েন ভার্দিওল। মাথা ঠান্ডা রেখে গোলরক্ষককে পরাস্ত করে বল জড়ান জালে। প্রথমার্ধে অবশ্য নিজেদের জালে আর কোনো বল জড়াতে দেয়নি স্বাগতিকরা। তবে তাদেরকে দ্বিতীয়ার্ধে স্বস্তিতে থাকতে দেননি সিলভা-ফোডেনরা। ৫৯তম মিনিটে বের্নার্দো সিলভার পাস বক্সে দখলে নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফোডেন।
১১ মিনিট পর ওয়েস্ট হ্যামের অফসাইড ফাঁদ এড়িয়ে ব্যবধান ৩-০’তে নিয়ে যান ভার্দিওল। সিলভার ক্রস শেষ মুহূর্তে পা বাড়িয়ে জালে জড়ান তিনি। তার আগে অবশ্য বলে পা লাগানোর চেষ্টা করেছিলেন নাথান আকে। তার পায়ে লাগলে সেটি অফসাইডের কারণে বাতিল হয়ে যেত। ম্যাচের ৮২তম মিনিটে মাঠে নেমে একটি গোল আদায় করে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজ। বক্সে ইসা দিওপের ফাউল থেকে পাওয়া পেনাল্টি কাজে লাগান তিনি। তাতে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওয়ালার শিষ্যরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post