স্পোর্টস ডেস্কঃ কেন উইলিয়ামসন ও শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কাকে পেছনে ফেলে ফেব্রুয়ারি মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল। তরুণ এই ব্যাটার দারুণ একটি মাস কাটিয়ে সেরার পুরষ্কার জিতেছেন। এদিকে এই সময়ে নারীদের সেরা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ড।
গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যাক-টু-ব্যাক ডাবল সেঞ্চুরি করেছিলেন জয়সওয়াল। দুটি দ্বিশতকের ভিত্তিতেই মাসসেরার দৌড়ে বাকিদের চেয়ে এগিয়ে গেছেন ভারতের ওপেনার। ২২ বছর ৪৯ দিন বয়সে ব্যাক-টু-ব্যাক ডাবল সেঞ্চুরি তাকে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান এবং বিনোদ কাম্বলির পরে টেস্টে দুটি ডাবল সেঞ্চুরি করা বিশ্বের তৃতীয় সর্বকনিষ্ঠ ব্যাটসম্যানে পরিণত করেছে। জয়সওয়াল ফেব্রুয়ারিতে তিনটি টেস্ট ম্যাচে ২০টি ছক্কাসহ ১১২ গড়ে ৫৬০ রান করেন।
মাসের সেরার পুরস্কার জিতে উচ্ছ্বসিত ২২ বছর বয়সী জয়সওয়াল বললেন, এই স্বীকৃতি আরও পেতে চান তিনি।তিনি বলেন, ‘আইসিসির পুরস্কার পেয়ে আমি সত্যিই অনেক খুশি এবং আশা করি ভবিষ্যতে আরও জিততে পারব। এটা আমার সেরা সময়গুলোর একটি, আর এটি ছিল আমার প্রথম পাঁচ ম্যাচের সিরিজ। আমি যেভাবে খেলেছি ও যেভাবে সবকিছু হয়েছে এবং আমরা ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছি; সবকিছু সত্যিই উপভোগ করেছি। আমার সব সতীর্থদের সঙ্গে এটা অবিশ্বাস্য অভিজ্ঞতা ছিল এবং আমি সত্যিই সময়টা উপভোগ করেছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post