স্পোর্টস ডেস্কঃ ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচ থেকে ছিটকে গেলেন জার্মানির প্রথম পছন্দের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। ঊরুর পেশির চোটে ভুগছেন এই গোলরক্ষক। নয়্যারের ক্লাব বায়ার্ন মিউনিখ বুধবার জানিয়েছে, জাতীয় দলের সঙ্গে অনুশীলনের সময় বাঁ ঊরুর পেশিতে চোট পেয়েছেন ৩৭ বছর বয়সী ফুটবলার।
গত বিশ্বকাপের পর স্কি করতে গিয়ে দুর্ঘটনায় মারাত্মক চোট পান নয়্যার। লম্বা সময় বাইরে থাকার পর ক্লাব ফুটবলে ফেরেন অভিজ্ঞ এই গোলরক্ষক। এবার জাতীয় দলের হয়েও খেলার আশায় ছিলেন তিনি, সেটা গুঁড়িয়ে গেল নতুন চোটে। এদিকে মার্চের আন্তর্জাতিক বিরতির পর লিগ ম্যাচে আগামী ৩০ মার্চ বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে বায়ার্ন। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আর্সেনালের বিপক্ষে খেলবে তারা আগামী ৯ এপ্রিল। এই দুই ম্যাচেও থাকবেন না নয়্যার।
এদিকে আগামী শনিবার ফ্রান্সের মুখোমুখি হবে জার্মানি। দুই দিন পর নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে তারা। প্রসঙ্গত, নিজেদের চারটি বিশ্বকাপ শিরোপার সবশেষটি জার্মানি জেতে ২০১৪ সালে। ২০২১ সালে সবশেষ ইউরোর শেষ ষোলোয় ইংল্যান্ডের বিপক্ষে হেরে বিদায় নেয় দলটি। এদিকে ২০২৪ ইউরোয় ‘এ’ গ্রুপে আছে কঠিন কয়েকটি দল। স্বাগতিক জার্মানির সঙ্গে পড়েছে স্কটল্যান্ড, হাঙ্গেরি ও সুইজারল্যান্ড। গত আসরেও একই গ্রুপে পড়েছিল জার্মানি ও হাঙ্গেরি। আসরে চমক জাগানো পারফরম্যান্স উপহার দেওয়া হাঙ্গেরি গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২-২ গোলে রুখে দিয়েছিল জার্মানদের।
Discussion about this post