নিজস্ব প্রতিবেদক:: ক্রিকেটে ফেরার ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেন তামিম ইকবাল খান। জাতীয় দল থেকে অবসরের পর দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন বাংলাদেশের এক ক্রিকেটার। জাতীয় ক্রিকেট লিগের টি-২০ ফরম্যাটের ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন তিনি। নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে রংপুরের বিপক্ষে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এনসিএলের টি-২০ ফরম্যাটের দ্বিতীয় ম্যাচে রংপুরের বিপক্ষে আগে ব্যাট করছে চট্টগ্রাম। বন্দরনগরীর দলটির হয়ে ইনিংস উদ্বোধন করতে নেমেছিলেন তামিম ইকবাল। তবে সাফল্যের দেখা পাননি। একটি করে চার ও ছক্কায় দশ বলে মাত্র ১৩ রান করেছেন তিনি। দলীয় ৩৪ রানে দ্বিতীয় উইকেটে সাজঘরে ফিরেন এই ক্রিকেটার।
সাকিব আল হাসান ও সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে বিবাদে জড়িয়ে বছর খানেক আগে চট্টগ্রামে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে মাঠে ফেরার ঘোষণা দেন। তবে জতীয় দলের হয়ে আর মাঠে নামেননি। এবার ঘরোয়া ক্রিকেটের ম্যাচ দিয়ে মাঠে ফিরলেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০