স্পোর্টস ডেস্কঃ মেজর লিগ সকারে (এমএলএস) আজ শেষ ম্যাচে শার্লটের মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি। প্লে অফ থেকে অনেক আগেই ছিটকে যাওয়া রোববার সকালের ম্যাচটি ছিল নিয়মরক্ষার। সেটিই আবারের এবারের মৌসুমের শেষ ম্যাচ। সেদিক থেকে নিশ্চয়ই শেষটা জয় দিয়েই শেষ করতে চেয়েছিল মায়ামি। কিন্তু পারে নি দলটি।
চোট কাটিয়ে মায়ামির হয়ে আজ মাঠে ফিরেছেন লিওনেল মেসি। এদিন শুরু থেকেই আর্জেন্টাইন এই বিশ্বকাপজয়ী মহাতারকাকে মাঠে পেয়েছে মায়ামি। কিন্তু সাবেক এই বার্সেলোনা ফরোয়ার্ডের ফেরাও দলটিকে জেতাতে পারেনি। শার্লটের কাছে মায়ামি হেরেছে ১–০ গোলে। ১৩ মিনিটে কেরউইন ভারগাসের করা গোলটিই জয় এনে দিয়েছে শার্লটকে।
এই হারে লিগে শেষ ৬ ম্যাচ এবং সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৭ ম্যাচে জয়হীন থাকল মায়ামি। যেখানে ২১ সেপ্টেম্বরের পর আর কোনো জয়ের দেখা পাননি টাটা মার্তিনর দল। ইস্টার্ন কনফারেন্স লিগে শেষ থেকে দুইয়ে জায়গা পায় মায়ামি। ৩৪ ম্যাচে সমান ৩৪ পয়েন্টে ১৫ দলের মধ্যে ১৪ তম হয় তারা। ৯ জয়ের বিপরীতে দ্বিগুণ পরাজয়; অর্থাৎ ১৮ ম্যাচে হেরেছে। বাকি ৭ ম্যাচ ড্র হয়েছে।
আজকের ম্যাচে প্রথমার্ধে গোল হজম করা মায়ামি বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে। দলকে সমতায়ও ফিরিয়েছিলেন মেসি। কিন্তু ৪৯ মিনিটে চিপের সহায়তায় তাঁর করা গোলটি অফসাইডে বাতিল হয়। এরপর আরও একবার মেসিকে হতাশ হতে হয়। ৬২ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিক নিয়েছিলেন তিনি। প্রতিপক্ষের গোলরক্ষকের হাতের বাধা অতিক্রম করে গোলবারেও যাচ্ছিল বল কিন্তু বারে লাগার কারণে গোলের দেখা আর পাননি তিনি।
Discussion about this post