নিজস্ব প্রতিবেদকঃ চার দিনের ম্যাচের পর প্রথম দুই ওয়ানডেতে টানা হার, হার বললেও ভুল হবে। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে রীতিমতো পাত্তা পায়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তৃতীয় ওয়ানডেতে দারুণ জয় তুলে নেয় বাংলাদেশের যুবারা। এই জয়ে সিরিজের আশা বাঁচিয়ে রাখে স্বাগতিকরা।
তবে পরের ম্যাচে এসেই সব হিসাব-নিকাশ উলট-পালট করে দিল পাকিস্তান। সিরিজের চতুর্থ ওয়ানডেতে বাংলাদেশকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে ফেলেছে সফরকারীরা। স্বাগতিকরা পাত্তায়ই পায়নি এই ম্যাচে।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে হাজার দুয়েক দর্শকের সামনে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারও খেলতে পারেনি বাংলাদেশ। ৪৬.৪ ওভারে মাত্র ১৯৯ রানে গুঁটিয়ে যায় টাইগার যুবাদের ইনিংস। ৯৫ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেন আরিফুল ইসলাম। মাহফুজুর রাব্বি ৩৪, শেখ পারভেজ জীবন ৩০ ও অধিনায়ক আহরার আমিন ২৭ রান করেন।
পাকিস্তানের হয়ে আইমল খান ও আলি আসফান্দ ৩টি করে উইকেট শিকার করেন। এছাড়া মিনহাস ২টি উইকেট লাভ করেন।
২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র দুই উইকেট হারিয়েই ৩৬.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতেই ১৫২ রান তুলেন দুই ওপেনার আজান আওয়িস ও শাহজাইব খান। দলের হয়ে দারুণ এক সেঞ্চুরি হাঁকান শাহজাইব। ১০৫ বলে ১৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় ১৫০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। এছাড়া আরেক ওপেনার আজান ৯১ বলে ৭ বাউন্ডারিতে খেলেন ৫২ রানের ইনিংস। ২৯ রানের ক্যামিও খেলে অপরাজিত থাকেন অধিনায়ক মির্জা সাদ।
বাংলাদেশের হয়ে রাফিউজ্জামান রাফি ও মাহফুজুর রাব্বি ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post