নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছে আবাহনী লিমিটেড। নারায়ণগঞ্জের ফতুল্লায় অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার খেলেই ২৬৭ রানে অলআউট হয়েছে আবাহনী। ফের নাঈম শেখের ব্যাটে রান। ফিফটি হাঁকিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।
টস হেরে ব্যাট করতে নেমে বরাবরের মতো শুরুটা ভালো হয় আবাহনীর। দুই ওপেনার এনামুল হক বিজয় ও নাঈম শেখের ব্যাটে ৭১ রানের উদ্বোধনী জুটি পায় দলটি। তবে এদিন বড় রান করতে পারেননি বিজয়। ২৮ রান করে প্যাভিলিয়নে ফিরলে ভাঙে সেই জুটি। মাত্র ২ রান করে দ্রুতই ফিরেন টপ অর্ডারে নামা নাজমুল হোসেন শান্ত।
তবে ৬৮ রানের জুটি গড়ে দলকে রক্ষা করেন নাঈম ও আফিফ হোসেন ধ্রুব। ৩১ রান করা আফিফের বিদায়ে সেই জুটিও ভাঙে। দ্রুতই ফিরে যান নাঈমও। তবে মিস করেন সেঞ্চুরি। দারুণ ফর্মে থাকা এই ক্রিকেটার আসরে অষ্টমবারের পঞ্চাশোর্ধ ইনিংস খেলে আউট হন শেষ পর্যন্ত ৭৯ রানে। ৭৫ বলের সেই ইনিংসে ১০ বাউন্ডারি ও ২ চার হাঁকান।
এরপর পঞ্চম ও ষষ্ঠ উইকেটে যথাক্রমে অধিনায়ক মোসাদ্দেক ও জাকের আলি অনিকের ৬৩ রানের ও মোসাদ্দেকের সাথে মোহাম্মদ সাইফউদ্দিনের ৫৪ রানের দুটি জুটি আবাহনীকে বড় সংগ্রহ এনে দিতে সহায়তা করে। মোসাদ্দেক ৬৯ বলে ১ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫২ রানের ইনিংস খেলেন। জাকেরের ব্যাট থেকে ২৭ ও সাইফউদ্দিনের ব্যাট থেকে আসে ৩১ রান।
অগ্রণী ব্যাংকের হয়ে এনামুল হক ৩টি, আবু হায়দার রনি ও আসাদউজ্জামান পায়েল ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post