স্পোর্টস ডেস্কঃ সাম্প্রতিক বছরগুলোতে ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই চরম উত্তেজনার। যার মধ্যে বড় অবদান আম্পায়ারদেরও। বিভিন্ন সময় বাংলাদেশের বিপক্ষে বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে সেই উত্তেজনা বাড়িয়েছেন তারা। এবার আরও এক ভারত-বাংলাদেশ ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছেন আম্পায়াররা, এমন অভিযোগ ওঠেছে।
ইমার্জিং এশিয়া কাপের সেমি ফাইনালে লড়ছে ভারত ও বাংলাদেশ। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সেই ম্যাচেই ঘটে নতুন কাণ্ড। টস হেরে ব্যাট করতে নামা ভারতের বিপক্ষে ইনিংসের ১৪তম ওভারে বল করতে আসেন বাংলাদেশের রাকিবুল হাসান।
ওভারের চতুর্থ বলটি মিস করেন ব্যাটার নিকিন জস। আর বল পেয়েই দ্রুতগতিতে বুদ্ধিদীপ্ত স্টাম্পিং করেন টাইগার উইকেটরক্ষক আকবর আলি। টিভি রিপ্লেতে স্পষ্ট বোঝা যাচ্ছিল না, আউট কি না।
একটি অ্যাঙ্গেল থেকে বোঝা যাচ্ছিল, আকবর যখন বল স্টাম্পে লাগান, নিকিনের পা তখন শূন্যে ভাসমান ছিল। থার্ড আম্পায়ার ফয়সাল আফ্রিদি বেশ কয়েকবার বিভিন্ন অ্যাঙ্গেলে দেখে শেষ পর্যন্ত আউটের সিদ্ধান্ত দেন। আর সেই সিদ্ধান্তে উদযাপনে মেতে ওঠে পুরো বাংলাদেশ দল। তবে হুট করে অনফিল্ড আম্পায়ার ব্যাটারকে দাঁড়াতে বলেন। এর কিছু সময় পরই সিদ্ধান্ত পরিবর্তন করে নট আউটের সবুজ সিগন্যাল দেন টিভি আম্পায়ার।
যা নিয়েই বাঁধে বিতর্ক। আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিয়ে আবার সেটি পরিবর্তন করে নট আউট দিয়েছেন। যা বিতর্কের সৃষ্টি করেছে। আম্পায়ারের এমন সিদ্ধান্ত মনে মনে মেনে নিতে পারেনি বাংলাদেশ দল। তবে খেলার স্বার্থে মেনে নিয়ে সিদ্ধান্তে অটল থেকেছে।
যদিও উইকেটরক্ষক আকবর আলি বলেই দিয়েছেন তৃতীয় আম্পায়ারকে ‘ঘুম থেকে জেগে উঠতে’। পুরো ম্যাচ জুড়েই স্লেজিং করে গেছেন ভারতের ব্যাটারদের। আক্রমণাত্বক দেখা গেছে তানজিম হাসান সাকিবকেও।
আম্পায়ারের এমন সিদ্ধান্তে মাঠের বাইরেও উত্তাপ ছড়িয়েছে। আলোচনা-সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ফের একবার ভারতের বিপক্ষে ম্যাচে ‘আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত’ মেনে নিতে পারছেন না টাইগাররা। পক্ষপাতের অভিযোগ তুলছেন তারা।
সেই নিকিন জস অবশ্য ১৭ রানের বেশি করতে পারেননি ম্যাচে। বাংলাদেশ অধিনায়ক সাইফ হাসানের শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়েন। আর ভারত দল ৪৯.১ ওভারে ২১১ রানেই অলআউট হয়ে পড়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post