স্পোর্টস ডেস্কঃ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শুরুটা জয়ে রাঙাল ফ্রান্স। ডুসেলডর্ফে সোমবার রাতে ১-০ গোলে জিতেছে দিদিয়ে দেশমের দল। অস্ট্রিয়ার বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেও কোনো গোল করতে পারেনি ফ্রান্সের ফুটবলাররা। ম্যাচে একমাত্র যে গোলটি হয়েছে সেটিও আত্মঘাতী। অস্ট্রিয়ান ডিফেন্ডার ম্যাক্সিমিলান ওবার নিজেদের জালে বল জড়ালে ১-০ গোলে এগিয়ে যায় ফ্রান্স। শেষ পর্যন্ত এই ব্যবধানেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে তারা।
গোল না পেলেও শুরু থেকে ৯০ মিনিটে বদলি হয়ে যাওয়ার আগ পর্যন্ত একাধিক সুযোগ তৈরি করেছেন এমবাপে। ৫৪ মিনিটে অস্ট্রিয়ার গোলকিপারকে একেবারে একা পেয়েও বল বাইরে মেরে দিয়েছেন সম্প্রতি রিয়াল মাদ্রিদে নাম লেখানো এই ফরোয়ার্ড। অবশ্য দলের জয়ে সবচেয়ে বড় অবদান এই তারকার। তাঁর শট ঠেকাতে গিয়েই আত্মঘাতী গোল করলেন অস্ট্রিয়ান সেন্টার ব্যাক ম্যাক্সিমিলান। এদিকে ফ্রান্সের কোচ হিসেবে দিদিয়ের দেশমের এটি ১০০তম জয়। তাঁর অধীনে এ দিন ১৫৬তম ম্যাচটা খেলেছে ফরাসিরা।
এদিকে ম্যাচের শেষ দিকে হেড করতে গিয়ে অস্ট্রিয়ান ডিফেন্ডার কেভিন দানসোর সঙ্গে সংঘর্ষে চোট পান এমবাপে। তাঁর নাক থেকে রক্ত ঝরতেও দেখা যায়। বাড়তি কোনো ঝুঁকি না নিয়ে তাই তাঁকে বদলি করেন ফ্রান্সের কোচ দেশম, নামান অলিভিয়ের জিরুকে। ৩৭ বছর ২৬১ দিন বয়সী জিরু তাতে রেকর্ড বইতে নাম তোলেন ইউরোতে ফ্রান্সের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হয়ে। এদিকে ম্যাচ শেষে ফ্রেঞ্চ কোচ দেশম এমবাপের চোট প্রসঙ্গে জানান, ‘তাকে দেখে ভালো লাগছে না। সে মেডিকেল স্টাফদের সঙ্গে আছে এবং আমার কাছে অসংখ্য প্রশ্ন আসছে এখানে আসার আগেই, তাই আমি এই মুহূর্তে এর বেশিকিছু বলতে পারছি না। তবে তার নাকে বাজেভাবে আঘাত লেগেছে, এটা নিশ্চিত। আমাদের এটা যাচাই করে দেখতে হবে, তবে এটা জটিল মনে হচ্ছে, যেটা আজ রাতে আমাদের জন্য দুর্ভাগ্যজনক ব্যাপার।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post