স্পোর্টস ডেস্ক:: লিভারপুলের হয়ে ১২৯ ম্যাচ খেলা নাবি কেইতা পাড়ি জমালেন জার্মান ক্লাব ভার্ডার ব্রেমেনে। ২০১৮ সালে লাইপজিগ থেকে লিভারপুলে যাওয়া কেইতা বেশির ভাগ সময়ই ইনজুরিতে কাটিয়েছেন। খুব একটা ম্যাচ খেলার সুযোগ হয়নি।
সবশেষ মৌসুমে অলরেডসদের হয়ে মাত্র ৮টি ম্যাচ খেলতে পেরেছেন তিনি। এরই মধ্যে তার চুক্তির মেয়াদও শেষ হয়ে যায়। চুক্তি আর নবায়ন করেনি লিভারপুল। ফ্রি ট্রান্সফারে তিনি তাই যোগ দিলেন ভার্ডার ব্রেমেনে।
লিভারপুল ও ভার্ডার ব্রেমেনে বিষয়টি নিশ্চিত করেছে। তবে নতুন ক্লাবের সঙ্গে কত বছরের চুক্তি করেছেন নাবি কেইতা সেটি কোনো পক্ষই জানায়নি। অল রেডসদের হয়ে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, এফএ কাপ ও লিগ কাপ শিরোপাও জিতেছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post