স্পোর্টস ডেস্কঃ ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠলেন নোভাক জোকোভিচ। সেমিফাইনালে কার্লোস আলকারাজকে হারিয়েছেন তিনি। রোলাঁ গারোতে প্রথম সেমিফাইনালে ৬-৩, ৫-৭, ৬-১, ৬-১ গেমে নাম্বার ওয়ান খেলোয়াড়কে হারান ২২ গ্র্যান্ডস্ল্যাম বিজয়ী জোকোভিচ।
শুক্রবার প্রথম দুই সেটে ১-১ সমতার পর তরুণ স্প্যানিয়ার্ড আলকারাজকে আঁকড়ে ধরে চোট। তৃতীয় সেট চলাকালীন সময়ে পায়ে চোট পান গতবারের ইউএস ওপেন জয়ী। দুইবার নিতে হয় মেডিকেল টাইমআউট। এরপর আর ন্যূনতম লড়াইও করতে পারেননি ২০ বছর বয়সী এই খেলোয়াড়। পরের দুই সেটে তাকে একরকম উড়িয়ে দিয়ে ৬-৩, ৫-৭, ৬-১, ৬-১ গেমে হারিয়ে দেন জোকোভিচ।
সার্বিয়ান তারকা জোকোভিচের ক্যারিয়ারের এটি ৩৪তম গ্র্যান্ড স্লাম ফাইনাল। লক্ষ্য ২৩তম গ্র্যান্ড স্লাম। পুরুষদের টেনিসে ২২টি গ্ল্যান্ড স্লাম জিতেছেন তিনি। এছাড়া রাফায়েল নাদাল এবং কিংবদন্তি রজার ফেদেরারের দখলেও সমান ২২টি করে গ্র্যান্ড স্লাম। এবার সবাইকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি জোকোভিচের সামনে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post