স্পোর্টস ডেস্ক:: ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ক্রিকেটারদের আগ্রহ কমাতে নতুন দুই আইন করছে আইসিসি। প্রত্যেক ক্রিকেটারের পারিশ্রমিকের ১০ শতাংশ দিতে হবে তার দেশের ক্রিকেট বোর্ডকে। এমন নিয়ম করতে যাচ্ছে ইন্টার ন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।
দিন দিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আগ্রহ বাড়ছে ক্রিকেটারদের। এমনকি ক্রিকেটাররা জাতীয় দল থেকেও সরিয়ে নিচ্ছেন নিজেদেরকে। বিশেষ করে টেস্ট ক্রিকেট গুরুত্ব হারাচ্ছে। জেসন রয়ের মতো ক্রিকেটার জাতীয় দল ছেড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বেছে নিচ্ছেন।
আইসিসি তাই নতুন করে ভাবতে শুরু করেছে। দ্য গার্ডিয়ান জানিয়েছে, আইসিসি নতুন দুইটি নিয়ম করতে যাচ্ছে। যার কারণে ক্রিকেটারদের প্রতি ফ্র্যাঞ্চাইজিদের ঝুঁক কিছুটা কমবে। এতে করে জাতীয় দলের প্রতি আগ্রহী হবেন ক্রিকেটাররা।
আইসিসির দু’টি নিয়মের একটি হলো- প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে চুক্তির বা পারিশ্রমিকের ১০ শতাংশ সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ডকে দিতে হবে ফ্র্যাঞ্চাইজিকে। অন্য নিয়মটি হলো একাদশে ৪ জনের বেশি ক্রিকেটার নেওয়া যাবে না।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কর্মকর্তারা আশা করছেন, তাতে করে ফ্র্যাঞ্চাইজিগুলো কম সংখ্যক ক্রিকেটারের সঙ্গে চুক্তিবদ্ধ হবে এবং খেলোয়াড়দের সংশ্লিষ্ট বোর্ড গুলোও আর্থিক ভাবে লাভবান হবে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি গুলো একাধিক ক্রিকেটারের সঙ্গে চুক্তি করে রাখে। একেত্রে চুক্তি করলেই ১০ শতাংশ দিতে হবে সংশ্লিষ্ট বোর্ডকে, তাই ফ্র্যাঞ্চাইজি গুলো প্রয়োজনের বেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে চাইবে না।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post