স্পোর্টস ডেস্কঃ ২০২৪ নারী সাফ চ্যাম্পিয়নশিপের আগে ভুটানে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ নারী দলের। তবে ফ্লাইট জটিলতায় এই সফর হচ্ছে না। ঢাকা থেকে ভুটানের থিম্পুতে ফ্লাইট সংখ্যা কম। যেটি আছে সেটিতে অন্তত বাংলাদেশ দলের ৩১ সদস্যের আসন হবে না। তাই আপাতত ভুটান সফর স্থগিত করা হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে।
ভুটানের রাজধানী থিম্পুতে ১১ ও ১৪ জুলাই দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের। কিন্তু ফ্লাইট জটিলতায় এই সূচিতে ভুটানে গিয়ে খেলতে পারছেন না সাবিনা খাতুনেরা। ফ্লাইট জটিলতা কাটলে বাংলাদেশ নারী দলের ভুটান যাওয়ার পরিকল্পনা আছে। বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন আজ গণমাধ্যমকে বলেন, ‘ঢাকা থেকে থিম্পুর ফ্লাইট সংখ্যা কম। যে ফ্লাইট আছে তাতেও প্রয়োজনীয় সংখ্যক আসন নেই। আমাদের ৩১টি আসন পাওয়া যাচ্ছে না। ফ্লাইট সমস্যার সমাধান হলে আমরা ভুটানে দল পাঠাব।’
এদিকে আগামী অক্টোবরে নেপালের মাটিতে বসবে সাফের আসন্ন আসর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবারের আসরে অংশ নেবে বাংলাদেশ। তবে টুর্নামেন্টের আগে প্রস্তুতির খুব একটা সুযোগ পাচ্ছেন না সাবিনা-তহুরারা। জুনের প্রথম সপ্তাহে চাইনিজ তাইপের বিপক্ষে দু’টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এরপর জুলাই উইন্ডোতে কোনো ম্যাচ ঠিক করতে পারেনি বাফুফে। লেবাননে আমন্ত্রণ থাকলেও পররাষ্ট্র মন্ত্রণালয় দল পাঠানোর সবুজ সংকেত দেয়নি। তাই বাফুফে বাধ্য হয়ে ভুটানে দল পাঠানোর সিদ্ধান্ত নেয়। এবার ভেস্তে যাচ্ছে সেটিও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post