স্পোর্টস ডেস্ক:: ভাগ্যটাই খারাপ ক্যারিবিয়ান ব্যাটার নিকোলাস পুরানের। স্টেডিয়ামের ফ্লাডলাইট বন্ধ হয়ে যাওয়ায় মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি তিনি। দুই ঘন্টা বন্ধ থাকার পর ফ্লাডলাইট জ্বললেও ততোক্ষণে ম্যাচের সময় কমে আসে। আম্পায়াররা পুরো ইনিংস খেলতে দেননি নিকোলাস পুরানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সকে।
ডিএল মেথডে বেঁধে দেন প্রতিপক্ষ বার্বাডোজ রয়্যালসের টার্গেট। যাতে অল্প টার্গেট দ্রুত টপকে যায় প্রতিপক্ষ। সেঞ্চুরি মিসের সঙ্গে নিকোলাস পুরানের দলও হেরে যায়। তাতে বাদ পড়ে সিপিএলের ফাইনালের দৌড় থেকে। ঘটনাটি ঘটেছে গত রাতে পুরানের দল ত্রিনবাগো নাইট রাইডার্স ও বার্বাডোজের ম্যাচের।
সিপিএলে পুরান আগেও সেঞ্চুরি করেছেন। এর আগে গায়ানা অ্যামাজনের বিপক্ষে সেঞ্চুরি করে দলকে জেতান তিনি। তাতে প্লে-অফে উঠে তার দল। তবে রানরেটে পিছিয়ে থাকায় খেলতে হয় এলিমিনেটর ম্যাচ। বার্বাডোজের বিপক্ষে এলিমিনেটর ম্যাচেও প্রায় সেঞ্চুরি করে ফেলে ছিলেন। তবে দুর্ভাগ্য ফ্লাডলাইট বন্ধ হয়ে যাওয়াতে সেটি আর হয়নি।
সিপিএলের এলিমিনেটর ম্যাচে বার্বাডোজ রয়্যালসের কাছে ত্রিনবাগো নাইট রাইডার্স হেরেছে ৯ উইকেটে। ত্রিনবাগো ১৯.১ ওভারে ১৬৮ রান করার পরই প্রভিডেন্স স্টেডিয়ামের ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। উইকেটে থাকা নিকোলাস পুরান তখন ৯১ রানে ব্যাট করছিলেন। দুই ঘন্টা অন্ধকারে থাকে স্টেডিয়ামে, বন্ধ থাকে ম্যাচ। গুঞ্জন উঠে ম্যাচ বাতিলেরও।
ম্যাচ বাতিল হলে পয়েন্ট তালিকায় ওপরে থাকায় কোয়ালিফায়ারে খেলার সুযোগ পেত ত্রিনবাগো নাইট রাইডার্স। তবে সেটিও হয়নি। ফ্লাডলাইট জ্বলে উঠায় শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় মাঠে। । ডিএলএস পদ্ধতিতে বার্বাডোজের লক্ষ্য দাঁড়ায় ৫ ওভারে ৬০ রান। ডেভিড মিলারের ঝড়ে যা টপকে যায় বার্বাডোজ রয়ল্যাস। সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, নিকোলাস পুরানরা থাকার পরও টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় ত্রিনবোগ নাইট রাইডার্সকে।
সিপিএল থেকে ত্রিনবাগো নাইটের বিদায় হলেও নিকোলাস পুরান এখনো টেবিল টপার ব্যাটার। ৫০৪ রান নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। ৫৬ গড় আর প্রায় ১৭০ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন আসরজুড়ে। দিন কয়েগ আগেই এক পঞ্জিকাবর্ষে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন এই উইকেটকিপার–ব্যাটসম্যান।
এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ রান সংগ্রহের দৌড়ে পেছনে ফেলেন মোহাম্মদ রিজওয়ানকে। গত ২৭ সেপ্টেম্বর ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ১৫ বলে ২৭ রানের ইনিংস খেলে রিজওয়ানকে পেছেন ফেলেন তিনি। ২০২১ সালে ৪৫ ইনিংসে ৫৬.৫৫ গড় ও ১৩২.০৩ স্ট্রাইক রেটে ২০৩৬ রান করেছিলেন রিজওয়ান। পুরান ৬৮ ইনিংসে এ বছর এখন পর্যন্ত রান করেছেন ২২৫১।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০