স্পোর্টস ডেস্ক:: নাইকির সঙ্গে ব্রাজিলের পথচলা চলছে। এবার এক সঙ্গে বার বছরের জন্য ব্রাজিলের সঙ্গী থাকার চুক্তি করেছে নাইকি। আর সেজন্য প্রতি বছর তাদের ব্যয় হবে ১২০০ কোটি টাকা। ২০২৮ সাল পর্যন্ত কার্যকর থাকবে এই চুক্তি।
এর আগে ব্রাজিলের সঙ্গে নাইকির চুক্তি ছিলো ২০২৬ সাল পর্যন্ত। আগের চুক্তির মেয়াদ পুরোবার আগেই নতুন করে চুক্তি করলো দুই পক্ষ। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, নতুন চুক্তির মূল্য ১০ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১২০০ কোটি টাকা।
নাইকি ব্রাজিলের যেসব জার্সি বিক্রি করবে তার একা লভ্যাংশও পাবে ব্রাজিল ফুটবল দল। নতুন এই চুক্তির পর নাইকি প্রথমবারের মতো লাইসেন্স করা পণ্যের এবং বিশ্বজুড়ে অনুমোদিত দোকান চালুর অনুমতি পেলো ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)’র কাছ থেকে।
১৯৯৬ সাল থেকেই ব্রাজিল ফুটবল দলের সঙ্গে আছে নাইকি। আরো এক যুগের বেশি সময় থাকার চুক্তিতে বদ্ধ হলো দুই পক্ষ। চুক্তির সিবিএফ প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজ বলেছেন, ‘এই চুক্তি ব্রাজিলিয়ান ফুটবলের শক্তিকেই তুলে ধরছে। এটা ফুটবলের সবচেয়ে দীর্ঘ এবং সফল পার্টনারশিপগুলোর একটি। একসঙ্গে আমরা ব্রাজিলের অসাধারণ ফুটবলের উদ্যাপন চালিয়ে যাব এবং জোগো বনিতো
নাইকির লাতিন আমেরিকা অঞ্চলের সহসভাপতি ডং বাওয়েল ব্রাজিলের সঙ্গে চুক্তি নিয়ে সাংবাদিকদের বলেন, ‘ব্রাজিলিয়ান ফুটবলের সঙ্গে আমাদের পুরোনো প্রতিশ্রুতি আরও শক্তিশালী হলো।’
শুধু নেইমাররা নয়, ব্রাজিলের নারী দলও নাইকির পোশাক পড়ে থাকে। বিচ ফুটবল ও ফুটসাল দলও ব্যবহার করে থাকে নাইকির তৈরি করা জার্সি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০