নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রথম দিনেই মাঠে নেমেছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। নিজেদের প্রথম ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৭১ রানের বড় ব্যবধানে হারিয়ে আসর শুরু করেছে তামিম ইকবালের দল। ম্যাচ সেরা হয়েছেন দারুণ বোলিং করা প্রাইম ব্যাংকের হাসান মাহমুদ।
নারায়ণগঞ্জের ফতুল্লাতে অবস্থিত খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪৭ ওভারে ১৯৬ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দলটির হয়ে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন লোয়ার অর্ডারে নামা নাজমুল ইসলাম অপু। ৫৩ বলে ৩ চার ও ২ ছক্কায় এই ইনিংস সাজান অপু।
দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন শাহদাত হোসেন দিপু। অধিনায়ক তামিম ইকবালের ব্যাট থেকে আসে ১৭ রান। টপ অর্ডার কিছুটা রান পেলেও, বড় স্কোর কেউ করতে পারেননি। আর পুরোপুরি ব্যর্থ হয় মিডল অর্ডার। এতেই দুইশ’র আগে থেকে থেমে যেতে হয় প্রাইম ব্যাংককে।
শাইনপুকুরের হয়ে মুকিদুল ইসলাম মুগ্ধ একাই নেন ৪ উইকেট। আরাফাত সানী ৩টি ও হাসান মুরাদ ২টি উইকেট লাভ করেন।
১৯৭ রানের জবাবে খেলতে নেমে ৪১.৫ ওভারে ১২৫ রানে অলআউট হয় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ইনিংসের প্রথম ওভার থেকেই বিপর্যয় শুরু শাইনপুকুরের। এরপর সেখান থেকে ঘুরে দাঁড়ালেও, খুব বেশি দূর যেতে পারেনি দল। শেষ পর্যন্ত লক্ষ্যের অনেক আগেই গুঁটিয়ে যেতে হয় শাইনপুকুরকে। সর্বোচ্চ ২৮ রান করে অপরাজিত থাকেন আরাফাত সানী। জিসান আলম ২৭ রান করেন।
প্রাইম ব্যাংকের হয়ে দারুণ বোলিং করেন হাসান মাহমুদ। ১০ ওভারে ২ মেইডেনসহ ১৫ রান খরচায় ৪ উইকেট শিকার করেন হাসান। সানজামুল ইসলাম ৩টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post