স্পোর্টস ডেস্কঃ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বড় এক জয় দিয়ে আসর শুরু করেছে বাংলাদেশ দল। সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে হারিয়েছে জুনিয়র টাইগাররা। বাংলাদেশের করা ২২৮ রানের জবাবে ১৬৭ রানে অলআউট হয়েছে আমিরাত। ব্যাট হাতে আশিকুর রহমান আলো ছড়ানোর পর বল হাতে মাহফুজুর রহমান রাব্বি ও পারভেজ রহমান জীবন ছড়ি ঘুরিয়েছেন প্রতিপক্ষ দলের উপর।
দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে ২২৮ রানের মাঝারি সংগ্রহ পায় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারের তিন বল বাকি থাকতেই অলআউট হয় দল। আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতে ভালো ব্যাটিং করেন বাংলাদেশের দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও জিসান আলম। দুজনে মিলে ৭৪ রানের উদ্বোধনী জুটি গড়েন। ৫৬ বলে ৫ বাউন্ডারিতে ৪২ রান করা জিসানের বিদায়ে ভাঙে সেই জুটি।
এই জুটি ভাঙার পর বেশ কিছু ছোট জুটি জুনিয়র টাইগারদের ইনিংসকে সমৃদ্ধ করে। তবে বড় খুব বেশি বড় স্কোর গড়তে পারেনি দল। আরব আমিরাতের বোলারদের সামনে নিয়মিত উইকেট হারিয়ে মাঝারি পুঁজিতেই আটকে যায় বাংলাদেশ। মিডল অর্ডার থেকে আসেনি রান। দলের পক্ষে সর্বোচ্চ ১০২ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ৭১ রানের ইনিংস খেলেন ওপেনার আশিকুর রহমান।
আরব আমিরাতের হয়ে একাই ৬ উইকেট শিকার করেন ধ্রুব পরাশার। ৯.৩ ওভার বল করে ১ মেইডেনসহ মাত্র ৪৪ রান খরচ করেন তিনি। এছাড়া আয়ান আফজল খান ২টি উইকেট শিকার করেন।
২২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের শুরুতে ২৯ রানের উদ্বোধনী জুটি পায় আমিরাত। তবে সেই জুটির পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৪৭.৪ ওভারে মাত্র ১৬৭ রানেই অলআউট হয়েছে আমিরাত। দলের পক্ষে ৫১ বলে ২ বাউন্ডারিতে সর্বোচ্চ ৩০ রান করে অপরাজিত থাকেন হার্দিক পাই।
বাংলাদেশের পক্ষে পারভেজ জীবন ১০ ওভারে ১ মেইডেনসহ মাত্র ২৬ রান খরচায় ৪ উইকেট শিকার করেন। ৩২ রানে ৪ উইকেট নেন মাহফুজুর রাব্বি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post