স্পোর্টস ডেস্কঃ লা লিগায় বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। গত রাতে সেলতা ভিগোর বিপক্ষে পুরো ম্যাচে রিয়াল আধিপত্য দেখিয়েছে। ঘরের মাঠে রিয়ালের একের পর এক আক্রমণে পুরো ম্যাচ কোণঠাসা হয়ে থাকে সফরকারীরা। আর সেলটাকে সহজে হারিয়ে টেবিলের শীর্ষস্থানটা আরও মজবুত করেছে কার্লো আনচেলত্তির দল।
৪-০ গোলে সেলটাকে উড়িয়ে দিয়েছে রিয়াল। রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাক্তকভাবে খেলে কার্লো আনচেলত্তির দল। খেলার প্রথম সাত মিনিটেই একাধিক কর্নার আদায় করে নেয় স্বাগতিকরা। তবে এদুয়ার্দো কামাভিঙ্গার একটি হেড কোনমতো সেভ করেন সেলটার গোলরক্ষক গুয়াইতা। বেশিক্ষণ রিয়ালকে গোল করা থেকে ঠেকিয়ে রাখতে পারেননি এই স্প্যানিশ গোলরক্ষক। ম্যাচের ২১তম মিনিটেই রিয়ালের হয়ে দলের প্রথম গোল করেন ভিনিসিউস জুনিয়র।
এসময় কর্নার থেকে হেড করেন রুডিগার, যাদিও পা দিয়ে ঠেকিয়ে দেন গুয়াইতা। তবে কাছেই থাকা ভিনিসিউস তা জালে জড়ান। ম্যাচের প্রথম হাফে আর গোল করতে পারেনি রিয়াল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই রিয়াল ফের আক্রমণ শুরু করলেও বারবার সেলটাকে বাঁচিয়ে দিচ্ছিলেন সেই গুয়াইতা। কিন্তু ম্যাচের ৭৯ মিনিটে সেই গুয়াইতাই আত্মঘাতী গোল করেন। যদিও গুয়াইতার তেমন কিছুই করার ছিল না। ম্যাচের ৮৮ মিনিটে আরও একটি আত্মঘাতী গোল হয়। তাতে বড় জয় নিশ্চিত হয় রিয়ালের।
ম্যাচের অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে আরেকটি গোল করে রিয়াল। এবার গোল করেন আরদা গুলার। ড্যানি সেবায়সের পাস থেকে গোল করেন তুর্কি এই মিডফিল্ডার। এদিকে তুরস্কের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে লা লিগায় গোল করার রেকর্ড গড়েছেন গুলার। আর ২৮ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তিনে আছে বার্সেলোনা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post