স্পোর্টস ডেস্কঃ অস্টেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে দুঃসংবাদ পেয়েছে পাকিস্তান। দলের তরুণ পেসার খুররাম শেহজাদ ইনজুরির কারণে বাকি সিরিজ থেকে ছিটকে পড়েছেন। বুকের পাঁজরে ফ্র্যাকচার এবং মাংসপেশীর চিড়ের কারণে বাকি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি। পার্থ টেস্ট থেকেই এমন সমস্যায় ভুগছিলেন তিনি।
আগামী ২৬ নভেম্বর মেলবোর্নে শুরু হবে বক্সিং ডে টেস্ট। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ছিটকে যাওয়া খুররামের ইনজুরি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিবৃতিতে বলেছে, ‘পিসিবি অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞের সঙ্গে কথা বলার পর চোটগ্রস্ত খেলোয়াড়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি এরপর লাহোরের ক্রিকেট একাডেমিতে ফিরে যাবেন এবং সেখানে চোট থেকে সেরে ওঠার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন।’
পার্থ টেস্টে পাকিস্তান ৩৬০ রানে হেরে গেলেও খুররাম দুই ইনিংসে নেন ৫ উইকেট। দুই ইনিংসেই আউট করেন তিনি স্টিভেন স্মিথকে। প্রথম ইনিংসে স্মিথের পাশাপাশি দুর্দান্ত ডেলিভারিতে মিচেল মার্শকে ৯০ রানে বোল্ড করেন তিনি। দ্বিতীয় ইনিংসে ডেভিড ওয়ার্নারকে ফেরান তিনি শূন্য রানে, মার্নাস লাবুশেনকে ২ রানে।
খুররামের বদলি হিসেবে হাসান আলী কিংবা মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের সুযোগ মিলতে পারে। এদিকে এরআগে এই সিরিজের প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে ডান পায়ের অস্বস্তি অনুভব করেন স্পিনার আবরার আহমেদ। তার বদলে নাম দেওয়া হয় নুমান আলীর। কিন্তু তিনিও আঙুলের ইনজুরিতে যেতে পারেননি। শেষ পর্যন্ত সাজিদ খানকে ডাকা হয়েছে টেস্টের জন্য।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post