নিজস্ব প্রতিবেদক:: এক ম্যাচ বাকী থাকতেই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ক্যারিবিয়ানরা জিতে নিয়েছে ২-০ ব্যবধানে। মেহেদী হাসান মিরাজের দল সিরিজের দ্বিতীয় এক দিনের ম্যাচ হেরেছে সাত উইকেটের বড় ব্যবধানে। ব্যাট হাতে ব্যাটসম্যানদের ব্যর্থতার পর বল হাতে বোলারদের বাজে দিনে বাংলাদেশের দেওয়া ২২৮ রানের লক্ষ্য তিন উইকেট হারিয়ে টপকে গেছে ক্যারিবিয়ান।
সেন্ট কিটসে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিদ তামিম আর তানজীম হাসান সাকিবের ব্যাটে ২২৭ রানেই গুটিয়ে যায়। জবাবে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজ ব্রেন্ডন কিং, এভিন লুইস ও কেসি কার্টির ব্যাটে মাত্র তিন উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে।
আগে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুটা করে উইকেট হারিয়ে। দলীয় ২৬ রানে প্রথম উইকেটে ফিরে যান ওপেনার সৌম্য সরকার। ৫ বলে মাত্র ২ রান করে বাংলাদেশের ওপেনার। তিনে নামা লিটন দাসও ইনিংস বড় করতে পারেননি। দলীয় ৪১ রানে ব্যক্তিগত মাত্র ৪ রানে দ্বিতীয় উইকেটে তিনিও ফিরেন প্যাভেলিয়নে। তার বিদায়ের পর চারে নামা অধিনায়ক মিরাজও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ১ রানেই ফিরেন প্যাভেলিয়নে। তার বিদায়ে ইনিংসের দশম ওভারের পঞ্চম বলে দলীয় ৫৪ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে টাইগাররা।
এরপরই ফিরেন ওপেনার তানজীদ তামিম। দলীয় ৬৪ রানে সাজঘরে ফেরার আগে ৪৬ রানের ইনিংস খেলেন তিনি। দুই ছক্কা ও চারটি চারে ৩৩ বলে নিজের ইনিংসটি সাজান তিনি। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে টাইগাররা। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ৬২ রানের দারুণ এক ইনিংস খেলে এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করেন। দুই চার ও চারটি ছক্কায় ৯২ বলে নিজের ইনিংসটি সাজান তিনি। দলীয় ২০৯ রানে নবম উইকেটে তার বিদায়ের পরই বাংলাদেশের বড় সংগ্রহের স্বপ্ন ভেঙে যায়। তার আগে অষ্টম উইকেটে তানজীম সাকিবকে নিয়ে তিনি ৯২ রানের দারুণ এক জুটি গড়েন। চার চার ও দুই ছক্কায় ৬২ বলে ৪৫ রান করেন এই পেসার। ৪৫.৫ ওভারে ২২৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সিশেলস ৪টি উইকেট লাভ করেন।
২২৮ রানের টার্গেটে ব্যাট করতে নামা ক্যারিবিয়ানদের খুব একটা পরীক্ষায় ফেলতে পারেননি বাংলাদেশের বোলাররা। ওপেনার ব্রেন্ডন কিং দারুণ এক ইনিংস খেলে বাংলাদেশের বড় হার নিশ্চিত করে ফেলেন। ৭৫ বলে একাই ৮২ রান করেন তিনি। ৭৬ বলের ইনিংসটিতে আটটি চার ও তিনটি ছক্কার মার ছিলো। উদ্বোধনী জুটিতেই ১০৯ রান তুলে ফেলে স্বাগতিকরা। ব্রেন্ডন কিং ও এভিন লুইসের উদ্বোধনী জুটিই ঘুড়িয়ে দেয় ম্যাচের মোড়।
২১তম ওভারের প্রথম বলে লুইসের বিদায়ে ভাঙে প্রথম উইকেট জুটি। ৬২ বলে দু’টি চার ও চারটি ছক্কায় ৪৯ রান করেন লুইস। তার বিদায়ের পর তিনে নামা কেসি কার্টি করেন ৪৫ রান। সা চারে ৪৭ বলের ইনিংস খেলেন তিনি। ১৭ রানে অধিনায়ক শাই হোপ ও ২৪ রানে রেদারফোর্ড অপরাজিত থেকে সাত উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়েন।
বাংলাদেশের হয়ে নাহিদ রানা, রিশাদ হোসেন ও আফিফ হোসেন ধ্রুব একটি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক’/০০