স্পোর্টস ডেস্ক:: বিরাট কোহলি, রোহিত শর্মাদের জার্সি বদলে গেলো। ভারতীয় ক্রিকে বোর্ড বিসিসিআই জাতীয় দলের জার্সি বদলাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিসিআই একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে আছে ভারতের বিভিন্ন সময়ের জার্সি।
শুধু ছেলেদের নয়, মেয়েদের জার্সিতেও বদল আনছে ভারতীয় বোর্ড। আপাতত শুধু সাদা পোশাকের জার্সিতে কিছুটা বদল আসছে। কেননা সামনেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এরপরই হয়তো রঙিন পোশাকের জার্সিতেও বদল আসবে।
বিসিসিআই জানিয়েছে, নতুন একটি সংস্থা ভারতীয় দলের জার্সি তৈরি করে দেবে। আর তাতে থাকে অ্যাডিডাসের লগো। ক্রীড়া সামগ্রীর প্রতিষ্ঠানটি বিসিসিআইয়ের সঙ্গে স্পন্সরশীপ চুক্তি করেছে। প্রতিষ্ঠানটি পাঁচ বছরের জন্য চুক্তি করেছে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির সঙ্গে।
অ্যাডিডাসের স্পন্সর করা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ বলেন, “ক্রিকেটকে আরও বড় করে তুলতে আমরা বদ্ধপরিকর। ভারতীয় ক্রিকেটারদের আরও ভাল খেলতে উৎসাহিত করবে এই সংস্থা।”
স্পন্সর প্রতিষ্টানের সিইও বন গুল্ডনে ভারতীয দলকে স্পন্সর করা নিয়ে বলেন, ‘ভারতীয় ‘ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। ভারতে ক্রিকেট সব থেকে গুরুত্বপূর্ণ খেলা। এমন দলের সঙ্গে যুক্ত হওয়া আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। গত দশ বছরে ভারতে ক্রীড়া ক্ষেত্রে সব থেকে বেশি উন্নতি হয়েছে। সেখানে আমরা যুক্ত হতে পেরেছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post