স্পোর্টস ডেস্ক:: শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগ ডাম্বুলা স্ট্রাইকার্স দলে নিয়েছিলো বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানকে। প্লেয়ার্স ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে এই পেসারকে দলে ভেড়ায় দলটি। এরপর প্লেয়ার্স ড্রাফটও গঠন করে ভালো মানের দল।
কিন্তুু এরপরই বাঁধে বিপত্তি। শ্রীলঙ্কার পুলিশ ফিক্সিংয়ের অভিযোগে আটক করে দলটির মালিক বাংলাদেশী ব্রিটিশ বংশোদ্ভুত তামিম রহমানকে। শঙ্কায় পড়ে ফ্র্যাঞ্চাইজিটির ভবিষ্যত। এলপিএল কর্তৃপক্ষ নতুন মালিক খুঁজতে থাকে।
টুর্নামেন্ট শুরুর আগে ডাম্বুলা স্ট্রাইকার্সের মালিকও পায় কর্তৃপক্ষ। লস অ্যাঞ্জেলসের প্রতিষ্ঠান সেকুয়া কনসাল্টেন্ট কিনে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। নতুন নামও দিয়েছে তারা। এখন থেকে ডাম্বুলা স্ট্রাইকার্স খেলবে ডাম্বুলা সিক্সার্স নামেই। ১ জুলাই থেকে শুরু হবে লঙ্কা প্রিমিয়ার লিগ।
এক বিবৃতিতে এলপিএলের ডিরেক্টর এ প্রসঙ্গে বলেন, ‘নতুন মালিক ডাম্বুলার দায়িত্ব নেয়ায় আমরা খুবই খুশি। ডি সিলভা যেহেতু প্রথম শ্রেণির সাবেক একজন ক্রিকেটার তাই মালিক হিসেবে এটা বাড়তি গুরুত্ব যোগ করবে। সে জাতির ক্রিকেটীয় পালস বুঝে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post