নিজস্ব প্রতিবেদকঃ সিলেট পর্বের দ্বিতীয় দিনেই রান পাহাড় দেখল বিপিএল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ওপেনার আভিষ্কা ফার্নান্দো ৯১ রানের তাণ্ডবে ফরচুন বরিশালকে ১৯৪ রানের লক্ষ্য দিয়েছে দলটি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার শ্রীলঙ্কান ব্যাটসম্যানের সঙ্গে কার্টিস ক্যাম্ফারের ২৯ রানের ইনিংসে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান করে চট্টগ্রাম।
আভিষ্কা ৯১ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৭টি ছয়ের মার। এর আগে টস হেরে ব্যাট করতে নেমেই মেরে খেলতে থাকেন চট্টগ্রামের ওপেনার তানজিদ হাসান তামিম। তাইজুল ইসলামের ওভারে ৪ বলে তিনি তুলে নেন ১২ রান। প্রথম ওভারের পঞ্চম বলেই বিদায় নেন তামিম। স্কোরবোর্ডে আর ৯ রান যোগ হওয়ার পর সেই তাইজুলের বলেই উইকেট হারান ইমরানউজ্জামান। ৮ বলে ইমরান করেন ৪ রান।
এরপর আভিস্কা ফার্নান্দো ও শাহাদাত হোসেন দিপুর ব্যাটে ঘুরতে থাকে চট্টগ্রামের রানের চাকা। যদিও দুজনই খেলতে থাকেন রক্ষণাত্মক স্টাইলে। দিপু ২৯ বলে ৩১ রান করে ইয়ানিক ক্যারিয়ার বলে প্যাভিলিয়নে ফেরেন। ৩ উইকেট চলে যাওয়ার পর আভিস্কাকে সঙ্গ দেন নাজিবউল্লাহ জাদরান।
১৪ ওভারে ১০১ রান তুলে চট্টগ্রাম। এরপর মারমুখী হন আভিস্কা। ফলে দুনিত ভেল্লালাগের করা ১৬তম ওভারে ২০ রান উঠে। ১৮ ওভার শেষে সংগ্রহটা দাঁড়ায় ১৫৮। পরের ওভারে ক্যাচআউট হয়ে মাঠ ছাড়েন নাজিবউল্লাহ। ১৯ বলে ১৮ রান করেন আফগান ব্যাটার।
নাজিবউল্লাহ ফেরার পর বিধ্বসী ব্যাটিং করেন আইরিশ অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার। মাত্র ৯ বল মোকাবিলা করলেও ২৯ রান তুলেন তিনি।
Discussion about this post