নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের জন্য তারকা বিদেশি দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। পাকিস্তানের ফখর জামানকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফরচুন বরিশাল কর্তৃপক্ষ।
নির্ধারিত সময়ের অনেক আগেভাগেই বিপিএলের আগামী আসরের জন্য ভেতরে ভেতরে প্রস্তুতি শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। মূলত একাধিক বিদেশি লিগ থাকায়, সেই সময় মানসম্পন্ন বিদেশির শঙ্কা দেখা দিতে পারে। আর তাই আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
বরিশালও এর ব্যতিক্রম না। ইতিমধ্যেই আইকন ক্রিকেটার হিসেবে তামিম ইকবালের সাথে সরাসরি চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সাকিব আল হাসানের সাথে চুক্তি ছিল শেষ দুই বিপিএলে। তবে সাকিব বেঁছে নিয়েছেন নতুন ঠিকানা। আর তাই তামিমকে দলে নিয়েছে বরিশাল। এর আগেও একই দলের হয়ে খেলেছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার।
এবার আরও এক ওপেনারকে দলে নিল বরিশাল। আর তিনি একজন বিদেশি তারকা। ফরচুন বরিশালের হয়ে আগামী বিপিএল খেলবেন ফখর জামান। পাকিস্তানের এই বাঁহাতি তারকার এর আগে বিপিএলে খেলার অভিজ্ঞতা আছে। তবে বরিশালের হয়ে এবারই প্রথমবারের মতো খেলতে নামার অপেক্ষায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post