স্পোর্টস ডেস্ক:: ফিফা দ্য বেস্টের জন্য সংক্ষিপ্ত তালিকা হয়ে গেছে। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি, ফরাসি তারকা কিলিয়ান এমবাপে ও করিম বেনজেমারা জায়গা পেয়েছেন ফিফার দ্যা বেস্ট ট্রফির তালিকায়।
আর্জেন্টাইন বিশ্ব জয়ী অধিনায়ক লিওনেল মেসি গত বছর জিতেছেন স্বপ্নের শিরোপা। তার আগে কোপা এবং ফাইনালিসিমা জিতে কাটিয়েছেন ফুটবল ক্যারিয়ারের সব অপূর্ণতা। বিশ্বকাপ তাকে নিয়ে গেছে সর্বকালের সেরা কিংবদন্তীর তালিকায়। ফিফা দ্যা বেস্টের বিবেচনায় তিনিই সবার চেয়ে এগিয়ে।
মেসির সঙ্গে আলোচনায় আছেন কিলিয়ান এমবাপেও। ফরাসি এই তারকা কাতার বিশ্বকাপে জিততে পারতেন ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপে। তবে মেসির কাছে হার মেনেছেন তিনি। বিশ্বকাপে আট গোল করে গোল্ডেন বুটের পুরস্কার জিতেছেন। ক্লাব ফুটবলেও দারুণ করেছেন। দ্যা বেস্টের বিবেচনায় আছেন তিনি।
করিম বেনজেমাও আছেন আলোচনায়। রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জিতেছেন। ইনজুরির কারণে খেলতে পারেননি বিশ্বকাপে। তবে তাদের দু’জনের চেয়ে মেসি যে বেশ এগিয়ে সেটা সহজেই বুঝা যাচ্ছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০00
Discussion about this post