স্পোর্টস ডেস্কঃ উয়েফার বর্ষসেরা নারী কোচ নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডকে দুইবছর আগে ইউরো চ্যাম্পিয়নশিপ জেতানো ও এবার বিশ্বকাপের ফাইনালে তোলা সারিনা ওয়েমান। বৃহস্পতিবার রাতে মোনাকোর গ্রিমালদি ফোরামে ২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়ন লিগের ড্র অনুষ্ঠিত হয়। সেই ড্র অনুষ্ঠান শেষ হওয়ার পর বর্ষসেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
তবে নিজে জিতলেও বর্ষসেরার পুরস্কার বিশ্বকাপজয়ী স্পেন নারী দলকে উৎসর্গ করলেন ইংল্যান্ড কোচ সারিনা। ২০২৩ নারী বিশ্বকাপে ইংল্যান্ডের কোচ ছিলেন তিনি। গত ২০ আগস্ট সিডনিতে তাঁর দলকে ১–০ ব্যবধানে হারিয়েই শিরোপা জেতে স্পেন। তবে ফাইনাল শেষে পুরষ্কার বিতরণী মঞ্চে বিতর্কিত ঘটনার জন্ম দেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালেস।
পদক নিতে আসা স্প্যানিশ মিডফিল্ডার জেনিফার হারমোসোকে ঠোটে চুমু দিয়ে ‘ভাইরাল’ হয়েছিলেন রুবিয়ালেস। সেদিন পুরষ্কার বিতরণের সময় আনন্দে আপ্লুত হয়ে কয়েকজনকে কোলেও তুলে নেন তিনি। স্পেনের সংস্কৃতি অনুযায়ী যা অতি স্বাভাবিক দৃশ্য। রুবিয়ালেসের বিতর্কিত কাণ্ডে ক্ষোভে ফুঁসে ওঠে গোটা স্পেন। তাঁর বিরুদ্ধে ‘দৃষ্টান্তমূলক ব্যবস্থা’ নেওয়ার দাবি তোলেছেন ভুক্তভোগী হারমোসো।
এদিকে রুবিয়ালেস কাণ্ড গতরাতে মোনাকোয় উয়েফার অনুষ্ঠানেও চলে আসে। ইংল্যান্ডের কোচ সেই ঘটনায় স্পেনকে নিজের অর্জনের পুরষ্কার উৎসর্গ করেছেন। সেরা কোচের পুরস্কার হাতে নিয়ে স্প্যানিশ ফুটবলের বর্তমান পরিস্থিতি নিয়ে সারিনা বলেন, ‘স্প্যানিশ দল নিয়ে কী ঘটছে, আমরা সবাই জানি। এটা একজন কোচ হিসেবে, দুই কন্যার মা হিসেবে, একজন স্ত্রী হিসেবে এবং মানুষ হিসেবে আমাকে ব্যথিত করছে।’
সারিনা আরও বলেন, ‘ফুটবল অনেক এগিয়েছে। তবে মেয়েদের ফুটবল ও সমাজের সামনে এগোনোর অনেক পথ বাকি আছে। এই পুরস্কার আমি স্পেন দলকে উৎসর্গ করতে চাই, যে দলটা বিশ্বকাপে দারুণ ফুটবল খেলেছে। এই দলটা উদ্যাপনের উপলক্ষ হওয়ার এবং তাদের কথা শোনানোর অধিকার রাখে। আমি ওদেরকে বড় করে হাততালি দিচ্ছি, আশা করি, আপনারাও যোগ দেবেন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post