স্পোর্টস ডেস্ক:: ইউরোর কোয়ার্টারফাইনাল থেকে বিদায় হয়েছে জার্মানি। ভালো খেলেও জিততে পারেনি। ২-১ গোলের ব্যবধানে ম্যাচ জিতে শেষ চার নিশ্চিত করেছে স্পেন।
তবে ম্যাচে রেফারিদের একটি সিদ্ধান্ত নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। স্পষ্টই দেখা গেছে, স্পেনের গোলবারের সামনে স্প্যানিশ ফুটলারের হাতে বল লেগেছে, ভিএআর রেফারিও সেটি দেখেছেন। তবুও বদলানো হয়নি মাঠের রেফারির সিদ্ধান্ত।
ঘটনার সময় ম্যাচের বয়স তখন ১০৫ মিনিট। ১-১ গোলের সমতায় স্পেন ও জার্মানি। বক্সের বাইরে থেকে গোল করতে শট নেন জার্মানের জামাল মুসিয়ালা। বক্সের ভেতর থাকা স্প্যানিশ লেফট ব্যাক মার্ক কুকুরেল্লার বাঁ হাতে লেগেছে। হ্যান্ডবল হওয়ার কারণে সঙ্গে সঙ্গে পেনাল্টির আবেদন করেন জার্মানির খেলোয়াড়েরা।
তবে জার্মান ফুটবলারদের আবেদন প্রত্যাখান করেন রেফারি অ্যান্থনি টেলর পেনাল্টির বাঁশি বাজাননি। ভিএআর রেফারি স্টুয়ার্ট অ্যাটওয়েলও ব্যাপারটি পরীক্ষা-নিরীক্ষা করেন। ভিডিওতে দেখা যায়, বল হাতে লেগেছে। তবে দেখার পর মাঠের রেফারি টেলরের সিদ্ধান্তের পক্ষে থাকেন।
ম্যাচটি পরে ২-১ গোলে ইউরো থেকে বিদায় হয়েছে জার্মানের। ফলে হ্যান্ডবলটি নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হ্যান্ডবল নিয়ে রেফারির সিদ্ধান্তের সমালোচনাও করেছেন জার্মানির কোচ ইউলিয়ান নাগলসমান। গোলের পথে থাকা বল প্রতিপক্ষের হাতে লাগলেও কীভাবে হ্যান্ডবল হয় না সেই প্রশ্ন তুলেছেনে তিনি।
নাগলসমান বলেছেন, ‘এটা নিয়ে বেশি কথা বলতে চাই না। তবে লক্ষ্যটি কি (বলের ও হ্যান্ডবল করেছেন যিনি) সেটি মূল্যায়ন করলে ভালো হতো। ধরুন কেউ গ্যালারির দিকে শট নিল এবং বল কারও হাতে লাগল—সেটি কিন্তু পেনাল্টি নয়। ফুটবলে এটি সম্ভব না। কিন্তু বল যখন পরিষ্কারভাবে গোলের পথে ছিল এবং হাতে লাগল, তখন লক্ষ্য নিয়ে কথা বলা অর্থহীন।’
নাগলসমান ব্যাখ্যা করেন, ‘শটের লক্ষ্য কোনদিকে ছিল সেটি দেখতে হবে। আমাদের কফি এনে দেওয়ার জন্য ৫০টি রোবট আছে। তাই ক্রস, শট কোনদিকে যাচ্ছে সেসব বিচারের জন্যও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) থাকা উচিত। এটা বেশ সহজ। শট কোনদিকে যাচ্ছিল সেটা সত্যিই দেখতে হবে। তবে আমরা শুধু এ কারণেই ম্যাচটি হারিনি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post