স্পোর্টস ডেস্ক:: নেপালের তারকা ক্রিকেটার সন্দীপ লামিচান বিশ্বরেকর্ড গড়লেন। ব্যক্তিগত ‘বিতর্ক’ পেছনে ফেলে বাইশ গজে চেনা রূপে নেপালি লেগ স্পিনার। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম ম্যাচ খেলে ১০০ উইকেটের রেকর্ড এখন তার দখলে।
আফগানিস্তানের রশিদকে হটিয়ে দ্রুততম ১০০ উইকেটের মালিক লামিচানে। নেপালে চলমান এসিসি মেন্স প্রিমিয়ার কাপে ওমানের বিপক্ষে এই রেকর্ড গড়েছেন স্বাগতিক তারকা।
৪৪ ম্যাচে ১০০ উইকেট নিয়ে দ্রুততম শত উইকেটের মালিকানায় এতোদিন ছিলেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। সন্দীপ লামিচান ১০০ উইকেট নিতে মাত্র ৪২ ইনিংস লাগিয়েছেন। তাতেই ১০২ উইকেট হয়ে গেছে তার।
লামিচান, রশিদের পেছনেই আছেন বিশ্ব ক্রিকেটের বড় তারকা মিচেল স্টার্ক, সাকলায়েন মুশতাক, শেণ বন্ড ও মুস্তাফিজুর রহমানরা। অজি তারকা স্টার্ক ৫২ ইনিংসে শিকার করেন ১০০ উইকেট, মুশতাকের ১০০ উইকেট শিকারে লেগেছে ৫৩ ম্যাচ। বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ৫৪ ইনিংসে নিয়েছেন ১০০টি উইকেট।
২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সন্দীপ লামিচানের। এরপর থেকেই ছুঁটছেন তিনি বল হাতে। দারুণ পারফর্ম করে চলছেন। খেলেছেন বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লীগেও। আইপিএল, বিপিএল, বিগ ব্যাশেও নাম লিখিয়েছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post