স্পোর্টস ডেস্কঃ ভারত সফরে যেতে পারছিলেন না ইংল্যান্ড দলে প্রথমবার ডাক পাওয়া শোয়েব বশির। প্রায় দেড় মাস আগে লন্ডনের ভারতীয় দূতাবাসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও তাঁকে নির্ধারিত সময়ের মধ্যে ভিসা দেওয়া হয় নি ভারতের। আবুধাবিতে ক্যাম্প শেষে ইংল্যান্ড দল ভারতে গেলেও ভিসা না পাওয়ায় বশিরকে ফিরতে হয়েছিল দেশে। এ নিয়ে ইংল্যান্ডে তীব্র প্রতিক্রিয়া হলে শেষ পর্যন্ত আজ তাঁকে ভারতের ভিসা দেওয়া হয়েছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, এ সপ্তাহেই ভারতে দলের সঙ্গে যোগ দেবেন বশির।
ইংল্যান্ড দল বশিরকে ছাড়াই গত রোববার ভারতে পৌঁছেছে। সারেতে জন্ম নেওয়া এই অফ স্পিনার ব্রিটিশ পাসপোর্টধারী। কিন্তু পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় ভারতের ভিসা পেতে দেরি হয়। সমস্যাটা নতুন কিছু নয়। উপমহাদেশের দুই প্রতিবেশী দেশের বৈরী রাজনৈতিক সম্পর্কের কারণেই বশির এখনো যেতে পারেননি ভারতে।এদিকে এবারের ভারত সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দুদলের মধ্যকার হায়দ্রাবাদ টেস্ট।
তবে এ বিষয়ে ভুলটা ইংল্যান্ডের বলেই মনে করেন ভারতের সাবেক পেসার ভেঙ্কটেশ প্রসাদ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘ওর ভিসায় যুক্তরাজ্যেই ছাপ দেওয়া প্রয়োজন ছিল। কিন্তু ইসিবি শোয়েব বশিরকে পাঠিয়েছিল আরব আমিরাতে; ভেবেছিল তৃতীয় কোনো দেশেই এটা করা হবে। মৌলিক বিষয়াদি অনুসরণ না করে কোনো কিছু আন্দাজ করে নেওয়া এবং পরে এ নিয়ে অভিযোগ করা ইংল্যান্ডের পুরোনো কৌশল। ভুল কারও হয়ে থাকলে সেটা ইসিবির।’
এদিকে ভিসার সমস্যায় বশিরকে ক্যারিয়ারের শুরুতেই এমন তিক্ত অভিজ্ঞতা পড়তে হয়েছে, তা যেন মানতেই পারছেন না ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে আমার জন্য এটি খুবই হতাশার। আমরা স্কোয়াড ঘোষণা করেছি মধ্য ডিসেম্বরের আগে। কিন্তু ব্যাশ (বাশির) এখানে আসার ভিসা এখনও পায়নি। ওর কারণেই আমার বেশি হতাশ লাগছে। ইংল্যান্ড টেস্ট দলে আসার পর তার প্রথম অভিজ্ঞতাই এমন কিছু হোক, তা চাইনি। ওর জন্য সত্যিই খারাপ লাগছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post