স্পোর্টস ডেস্কঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাঁচজন ফুটবলারকে সাময়িক ভাবে বরখাস্ত করেছে বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ। এফসি কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ক্লাব ওডিশা এফসির বিপক্ষে আজ বিকেলে মাঠে দলটি।
নিষেধাজ্ঞার কবলে পড়েছেন আনিসুর রহমান জিকো, শেখ মোরসালিন, তপু বর্মন, তৌহিদুল আলম সবুজ ও রিমন হোসেন। জানা গেছে, এএফসি কাপের প্রথম ম্যাচ খেলতে মালদ্বীপ গিয়ে শৃঙ্খলা বহির্ভূত কাজে জড়িয়েছিলেন তারা।
এ বিষয়ে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, ‘দলীয় শৃঙ্খলা কেউ ভঙ্গ করলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। আমরা এই দলীয় শৃঙ্খলার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখি। তাই গুরুত্বপূর্ণ ম্যাচ হলেও আমরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। এ সকল বিষয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে ভবিষ্যতে খেলোয়াড়রা সতর্ক থাকবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post