স্পোর্টস ডেস্কঃ চলছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। জুনিয়র টাইগারদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচ।
এর আগে অনুষ্ঠিত হয়েছে ম্যাচের টস। ম্যাচের টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামবে আয়ারল্যান্ড।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। যার ফলে জুনিয়র টাইগারদের এটি বিশ্বকাপে টিকে থাকার ম্যাচে। বাঁচা-মরার ম্যাচটিতে জিততেই হবে, এমন লক্ষ্য নিয়েই মাঠে নামছে দল।
বাংলাদেশ একাদশ
মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন, আদিল বিন সিদ্দিক, আশিকুর রহমান শিবলি, মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, রোহানাতদৌদুল্লাহ বর্ষণ, রাফিউজ্জামান রাফি এবং মারুফা মৃধা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post