নিজস্ব প্রতিবেদকঃ ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও পাত্তা পেল না বাংলাদেশ। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মঙ্গলবার টি-টোয়েন্টি সিরিজ হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। মিরপুরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ট-টোয়েন্টিতে আগে ব্যাট করে ১৬১ রান করে অজিরা। জবাব দিতে নেমে শুরুটা ভালো হলেও খেই হারিয়ে ফেলে স্বাগতিকরা। শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৩ রানে। ৫৮ রানের বড় জয়ে সিরিজ নিশ্চিত করে তাসমান সাগরপাড়ের দেশটি।
ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করে বাংলাদেশ। পাওয়ার প্লে’তে অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে দ্রুত রান তোলেন বাংলাদেশের দুই ওপেনার দিলারা আক্তার ও মুর্শিদা খাতুন। এই দুজন মিলে স্কোরবোর্ডে ৩৪ রান যোগ করলেও মেগান স্কাটের বলে আউট হন মুর্শিদা। এরপর পাওয়ার প্লে শেষ হতে না হতেই বিদায় নেন সোবহানা মোস্তারি। ৪০ রানে ২ উইকেট হারিয়ে বসা বাংলাদেশ ৫০’র ভেতর হারায় আরও দুই উইকেট। অধিনায়ক নিগার ফেরেন ১০ বলে এক রানে।
মাঝে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশ এরপর আর ম্যাচে ফিরতে পারেনি। পরের দিকের ব্যাটাররা ধীরগতিতে খেললেও শুধু পরাজয়ের ব্যবধানই কমেছে। স্বর্ণা আক্তার ১৭ বলে ২১ রান করে ফিরলে বাংলাদেশের হার অনেকটাই নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ ৯ উইকেটে ১০৩ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। সর্বোচ্চ ২৭ রান করেন দিলারা। ৫৮ রানে হেরে সিরিজ হাতছাড়া করল মেয়েরা। অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নেন অ্যাশলে গার্নার ও সফি মলিনিউ।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং অর্ডারে কিছুটা বদল আনেন অজি অধিনায়ক অ্যালিসা হিলি। সাধারণত নিজে ওপেনার হলেও আজ শুরুতে আসেননি তিনি। ফিবি লিচফিল্ডের সঙ্গে পাঠিয়েছিলেন গ্রেস হ্যারিসকে। আর সেটা কাজেও লেগেছে দারুণভাবে। লিচফিল্ড ব্যর্থ হলেও হ্যারিস ঠিকই রান পেয়েছেন। ৪৭ রান করে অজি ইনিংসের ভিত গড়ে দিয়েছিলেন। তাকে দারুণ সঙ্গ দেন ৫৭ রান করা জর্জিয়া ওয়্যারহ্যম। এ দুজনের পর তাহিলা ম্যাকগ্রা ১৯ বলে ১৯ ও এলিস পেরি ২২ বলে করেন ২৯। শেষ ওভারে অস্ট্রেলিয়া ইনিংসের শেষ তিন বলে উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের কীর্তি গড়েন ফারিহা তৃষ্ণা। একে একে ফেরান এলিস পেরি, সোফি মলিনু ও বেথ মুনিকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post