স্পোর্টস ডেস্ক:: সিরিজ জেতার লক্ষ্যে সিরিজের শেষ টি-২০ ম্যাচে আগে ব্যাট করবে বাংলাদেশ। স্বাগতিক নিউজিল্যান্ড টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
তিন ম্যাচের টি-২০ সিরিজে নাজমুল হোসেন শান্তর দল এগিয়ে আছে ১-০ ব্যবধানে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। আজ তৃতীয় ম্যাচটি জিতলেই বাংলাদেশ জিতবে সিরিজ। স্বাগতিকরা চাইবে ড্র’তে শেষ করতে সিরিজ।
বাংলাদেশ একাদশে দু’টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। চোটের কারণে নেই লিটন দাস। সুযোগ পেয়েছেন শামীম হোসেন পাটোয়ারী ও স্পিনার তানভীর ইসলাম।
বাংলাদেশ একাদশ : রনি তালুকদার, শামীম হোসেন, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মাহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ : মিচেল স্যান্টনার (অধিনায়ক), টিম সাইফার্ট, ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, বেন সিয়ার্স, অ্যাডাম মিলনে, ইশ সোধি ও টিম সাউদি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post