স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়া হলো না বাংলাদেশ নারী দলের। শনিবার স্বাগতিক নারী দলের বিপক্ষে রেকর্ড ব্যবধানে হেরেছে টাইগ্রেসরা। বেনোনিতে আগে ব্যাট করে ৩১৬ রানের পাহাড় গড়ে প্রোটিয়ারা। জবাব দিতে নেমে মাত্র ১০০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ২১৬ রানের রেকর্ড গড়া জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা।
টস জিতে ব্যাট করতে নেমে প্রোটিয়া নারী দলের দুই ওপেনার লরা উলভারডট এবং তাজমিন ব্রিটস সেঞ্চুরি করেন। উদ্বোধনী জুটিতেই তারা গড়েন ২৪৩ রানের বিশাল স্কোর। ১৩৪ বলে ১৩ বাউন্ডারি এবং ১ ছক্কায় ১২৬ রান করে আউট হন উলভারডট। ব্রিটস ১২৪ বলে ১১৮ রান করে আউট হন। ৮টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার ছিল তার।
এরপর আনিকা বোস এবং সানে লাস ঝড় তোলেন। ১৭ বলে ৩৪ রান করে আউট হন সানে। বোস ১৯ বলে ২৮ রানে অপরাজিত থাকেন। নাদিনে ক্লার্ক শূন্য রানে আউট হন। ৬ রানে অপরাজিত থাকেন মারিজানে কেপ। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৩১৬ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন রাবেয়া খাতুন।
৩১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৮ রান করতেই চার উইকেট হারিয়ে বসে বাংলাদেশের মেয়েরা। শামিমা ৬, আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ফারজানা ও প্রথম ম্যাচে ৯১ রান করা মুরশিদা ৮, অধিনায়ক জ্যোতি ৩ রান করে বিদায় নেন। পঞ্চম উইকেট জুটিতে ফাহিমা ও ঋতু মণি প্রাথমিক বিপর্যয় সামাল দেন। কিন্তু ৬৪ রানের মাথায় ফাহিমাকে এলবিডব্লুর শিকার বানান এলিজ-মারি মার্ক্স।
২৬ বলে ১ চারে ১৫ রান করেন ফাহিমা। দলের খাতায় আর ১৪ রান যোগ হতেই ১ রান করা স্বর্ণা রানআউট হয়ে যান। নাহিদাকে নিয়ে আর ১৫ রান যোগ করেই ডি ক্লার্কের বলে বোল্ড হয়ে যান ঋতু। ৬৭ বলে ৪ চারে দলীয় সর্বোচ্চ ৩৩ রান করেন তিনি। পরের ওভারে ১১ রান করা নাহিদাকে ফেরান খাকা। দলের স্কোর তখন ৯৬। আর কোনো রান যোগ হওয়ার আগেই রাবেয়াও বিদায় নেন। ঠিক ১০০ রানে শেষ ব্যাটার হিসেবে মারুফা আউট হন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post