স্পোর্টস ডেস্কঃ ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র। আইসিসির পূর্ণ সদস্য বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক এক সিরিজ জিতল তারা। বৃহস্পতিবার ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে স্বাগতিকরা জিতেছে ৬ রানে। তাতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিয়েছে যুক্তরাষ্ট্র।
টেক্সাসের হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান করে যুক্তরাষ্ট্র। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১৩৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
জবাব দিতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। প্রথম ওভারে গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরেছেন টাইগার ওপেনার সৌম্য সরকার। এরপর অন্য ওপেনার তানজিদ হাসান তামিম এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মিলে প্রতিরোধ গড়তে থাকেন। ভালো খেলতে থাকা তানজিদ থেমেছেন দলের ৩০ রানের মাথায়। ১৫ বলে ১৯ রানের ইনিংসে বেশ সাবলীল মনে হয়েছে তানজিদকে। পাওয়ারপ্লের ৬ ওভারে দুই ওপেনারকে হারিয়ে ৪৩ রান তোলে বাংলাদেশ।
ভুল বোঝাবোঝির ফলে রানআউট হয়ে সাজঘরে ফিরতে হয় শান্তকে। ৩৪ বলে ৩৬ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি। ভালো খেলতে থাকা হৃদয়ও বিদায় নিয়েছেন এক ওভার পর। দলের ৯২ রানের মাথায় ২১ বলে ২৫ রান করে সাজঘরে ফিরেছেন হৃদয়। আজ মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি। সাজঘরে ফিরেছেন ৪ বলে ৩ রান করে। শেষ দিকে ব্যাট হাতে জ্বলে উঠেছেন সাকিব। জাকের আলী অনিকও তাকে সঙ্গ দিয়েছেন ভালোভাবে। ধীরে ধীরে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যেতে থাকেন সাকিব। তবে নাটকীয়তার বাকি ছিল আরও।
পরপর ২ ওভারে জাকের এবং সাকিব আউট হয়ে গেলে চাপে পড়ে যায় বাংলাদেশ। ২৩ বলে ৩০ রান করে বিদায় নেন সাকিব। শেষ ২ ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ১৫ রান। শেষের আগের ওভার থেকে ৩ রান নেয় টাইগাররা, উইকেট হারায় ১টি। শেষ ওভারে দরকার ১২ রান। প্রথম বলে বাই থেকে ১ রান নেয় বাংলাদেশ। ভরসা হয়ে টিকে থাকা রিশাদ পরের বলে মারেন চার। তবে এর পরের বলেই আউট হয়ে যান তিনি। ৬ রানে ম্যাচ হেরে সিরিজটাও হেরে যায় টাইগাররা। যুক্তরাষ্ট্রের হয়ে ৩ উইকেট নেন আলী খান। তিনিই জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post