স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরে গেছে বাংলাদেশ দল। এতে জটিল হয়ে গেছে টাইগারদের সুপার ফোরে খেলার সমীকরণও। পরের ম্যাচে আফগানিস্তানের সঙ্গে জিততেই হবে, তারপর অপেক্ষা করতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তানের ম্যাচের। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে আগামী রোববার লাহোরে আফগানিস্তানের মুখোমুখি হবে সাকিবের দল।
গত জুলাইয়ে আফগানিস্তান বাংলাদেশকে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে হারিয়েছে। সেটাও বাংলাদেশের ঘরের মাঠে। তাদের সেই স্মৃতি তো এখনো তরতজা। দলটির কোচ এবার সেটি মনে করিয়ে দিলেন। লাহোরে আজ সংবাদ সম্মেলনে আফগানদের কোচ জনাথন ট্রট বলেন, ‘আমরা সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছি। বাংলাদেশের বিপক্ষেও সিরিজ খেলেছি। প্রথমবারের মতো বাংলাদেশকে সিরিজে হারিয়েছি। এটা নিশ্চয়ই বড় অর্জন। দুই দলই জানে, কার শক্তি কেমন। আমি ভালো ক্রিকেট প্রত্যাশা করছি।’
ট্রট আরও বলেন, ‘হ্যাঁ, আমি ম্যাচটি (শ্রীলঙ্কা-বাংলাদেশ) দেখেছি এবং দুই দলের কাছ থেকেই কিছু ভালো জিনিস দেখেছি। আমরা জানি এটা কঠিন হতে যাচ্ছে। আমাদের দুটি খেলাই কঠিন হতে যাচ্ছে। কিন্তু আমরা বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচের দিকে ফোকাস করছি। আমরা জানি অবশ্যই তারা জয়ের জন্য মরিয়া হয়ে থাকবে।’
Discussion about this post