স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরুর ম্যাচে রান পান নি ডেভিড মালান। তবে নিজের দ্বিতীয় ম্যাচেই জ্বলে ওঠে ইংল্যান্ডের এই ওপেনার। মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি হাঁকান তিনি। জেতেন ম্যাচ সেরার পুরষ্কার।
ক্যারিয়ার সেরা ইনিংস খেলার পর আরেকটি সুখবর পেলেন মালান। ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে বড় লাফ দিলেন ইংলিশ ওপেনার। ৯ ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে গেছেন তিনি। বর্তমানে ক্যারিয়ার সেরা ৭১১ রেটিং পয়েন্ট তার। এদিকে দারুণ ব্যাটিংয়ে এগোলেন কুইন্টন ডি কক, বিরাট কোহলিরা।
এক ধাপ এগিয়ে ছয়ে উঠেছেন ডি কক। অস্ট্রেলিয়ার বিপক্ষে চাপের মুখে ৮৫ রানের সৌজন্যে দুই ধাপ এগোনো কোহলি এখন আছেন সাত নম্বরে। ৮৩৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দুই নম্বরে থাকা শুবমান গিলের সঙ্গে তার পয়েন্টের ব্যবধান ৫।
বুধবার ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। সেখানে দেখা যায়, বোলিং র্যাঙ্কিংয়ে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে শীর্ষে আছেন সাকিব আল হাসান। টাইগার অধিনায়ক আগের মতোই ১৬তম স্থানে রয়েছেন। উন্নতি হয়েছে শরিফুল ইসলামের।
বাঁহাতি পেসার শরিফুল ৭৩তম স্থানে উঠে এসেছেন। ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে এবারের বিশ্বকাপে বাংলাদেশের জয়ের ম্যাচে ৩৪ রানে ২ উইকেট নেন তিনি। একই ভেন্যুতে এরপর ইংল্যান্ডের কাছে টাইগারদের বড় ব্যবধানে হারের ম্যাচে পান ৩ উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post